Canning: গলা দিয়ে গল গল করে বেরোচ্ছে রক্ত, রক্তাক্ত যুবককে বাঁচালেন দুই সিভিক ভলান্টিয়র

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 06, 2024 | 4:14 PM

Canning: আহত গলাকাটা যুবকের চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। যুবকের গলায় মারাত্মক ক্ষত। গল গল করে বেরোচ্ছিল রক্ত।  ওই যুবকের গলায় ১৪ টি সেলাই পড়ে।

Canning: গলা দিয়ে গল গল করে বেরোচ্ছে রক্ত, রক্তাক্ত যুবককে বাঁচালেন দুই সিভিক ভলান্টিয়র
হাসপাতালে আহত যুবক
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে দুই সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে প্রাণে বাঁচলেন গলাকাটা রক্তাক্ত যুবক! বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার ক্যানিং থানার তালদি বাসষ্ট্যান্ড এলাকায় গলা কাটা রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তার পাশে পড়েছিলেন। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। পাছে উটকো ঝামেলায় ফেঁসে যান! এই ভেবে স্থানীয় লোকজন দেখে সাহায্যের হাত না বাড়িয়ে যে যার গন্তব্যে চলে যেতে থাকেন।

সেই সময় তালদি বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় কর্তব্যরত ছিলেন ক্যানিং থানার দুই সিভিক ভলেন্টিয়র তরুণ কয়াল ও খোকন মণ্ডল। ভিড় দেখে ঘটনাস্থলে যান তাঁরা।দুই সিভিক ভলেন্টিয়র রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করেন। খবর দেন ক্যানিং থানায়।

আহত গলাকাটা যুবকের চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। যুবকের গলায় মারাত্মক ক্ষত। গল গল করে বেরোচ্ছিল রক্ত।  ওই যুবকের গলায় ১৪ টি সেলাই পড়ে। বর্তমানে ওই যুবক আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ সুত্রের খবর এক যুবক রক্তাক্ত অবস্থা রাস্তার পাশে পড়েছিলেন। প্রাথমিকভাবে এটাকে হিংসারই ঘটনা বলে মনে হচ্ছে। কেউ তাঁকে খুন করতে চেয়েই গলায় ধারাল অস্ত্র চালিয়ে থাকতে পারেন। তবে এখনও পর্যন্ত যুবক কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাঁর অবস্থার উন্নতি হলে, নাম পরিচয় জানা যাবে। আশপাশের থানার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Next Article