Champahati: ‘বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি’, চম্পাহাটিতে বিস্ফোরণের পর ব্যবসায়ীদের নথি খতিয়ে দেখছে পুলিশ

Champahati:  শনিবার দুপুরে বারুইপুর থানার হাড়ালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে মজুত বাজির বিস্ফোরণে মৃত্যু হয়েছে শুভঙ্করী সর্দার নামের এক মহিলা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডল ও ভক্তি সর্দার।

Champahati: বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি, চম্পাহাটিতে বিস্ফোরণের পর ব্যবসায়ীদের নথি খতিয়ে দেখছে পুলিশ
বাজি ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 29, 2024 | 5:47 PM

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের হাড়ালে বিস্ফোরণের পর তৎপরতা পুলিশের। শুরু হয়েছে ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখার কাজ। শনিবার দুপুরে বারুইপুর থানার হাড়ালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে মজুত বাজির বিস্ফোরণে মৃত্যু হয়েছে শুভঙ্করী সর্দার নামের এক মহিলা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডল ও ভক্তি সর্দার। সেই ঘটনার পর রবিবার বারুইপুর থানার হাড়াল, বেগমপুর এলাকায় বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকার ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

বাজি ব্য়বসায়ী দিবাকর মণ্ডল বলেন, “লাইসেন্স পুনর্নবীকরণের জন্য এসেছি। ২৫ বছর ধরে বাজির ব্যবসা করছি। মূলত সবুজ বাজি, আলোর বাজিরই ব্যবসা করি। আমরা সচেতনভাবে সবসময়ই কাজ করি। কিন্তু তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সতর্ক সবসময় রয়েছি। কিন্তু এর ওপরেই তো আমাদের জীবন জীবীকা। বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি। পুলিশ মাঝেমধ্যেই আসে। দেখে যায়। লাইসেন্স চেকিং করা হচ্ছে।”

বাজি ব্য়বসায়ী সোমনাথ নস্কর বলেন, “আমরা যারা বাজি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, তাঁদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের লাইসেন্স খতিয়ে দেখছে। মাসে মাসেই আসেন প্রশাসনের লোকেরা, কাগজপত্র দেখে যান।” প্রসঙ্গত, শনিবার চম্পাহাটিতে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে পড়ে। সেই সঙ্গে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় বাড়িটি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।