Seikh Shahjahan: ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভোলার, তালিকায় সস্ত্রীক শাহজাহানের নাম

Sandeshkhali: সূত্রের খবর, লিখিত অভিযোগের প্রথমেই নাম রয়েছে শেখ শাহজাহান, তাঁর স্ত্রী তসলিমা বিবি। তাঁদের সঙ্গেই অভিযোগপত্রে রয়েছে গফফর শেখ, সাবির আলি মোল্লা, ছয়রাপ মীর, আবুল কাহার মোল্লা, আব্দুল আলি মোল্লা ও নজরুল মোল্লার। কোন কোন ধারায় দায়ের হয়েছে মামলা?

Seikh Shahjahan: ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভোলার, তালিকায় সস্ত্রীক শাহজাহানের নাম
পুলিশে দায়ের অভিযোগ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 11, 2025 | 4:59 PM

সন্দেশখালি: দিন যত গড়াচ্ছে ততই ঘনাচ্ছে রহস্য। জেলে বসেই ষড়যন্ত্রের জাল রচনা করেছিল শাহজাহান? ক্রমেই বাড়ছে জল্পনা। এবার ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। সূত্রের খবর, লিখিত অভিযোগের প্রথমেই নাম রয়েছে শেখ শাহজাহান, তাঁর স্ত্রী তসলিমা বিবি। তাঁদের সঙ্গেই অভিযোগপত্রে রয়েছে গফফর শেখ, সাবির আলি মোল্লা, ছয়রাপ মীর, আবুল কাহার মোল্লা, আব্দুল আলি মোল্লা ও নজরুল মোল্লার। এর মধ্যে আব্দুল আলি মোল্লা ঘাতক গাড়ির চালক বলে জানা যাচ্ছে। অন্যদিকে নজরুল মোল্লা হচ্ছে সেই বাইক চালক যাঁর বাইকে চেপেই আব্দুল চম্পট দিয়েছিল বলে অভিযোগ। 

পুলিশের সূত্রে খবর, খুন ও খুনের চেষ্টার ধারায় ধারাতেই দায়ের হয়েছে এফআইআর। অভিযোগপত্রে বলা হয়েছে শেখ শাহজাহান প্রথমে তাঁর স্ত্রীকে পরিকল্পনার কথা জানায়। তারপরই শাহজাহানের বাকি সঙ্গীদের হাত ধরে গোটা পরিকল্পনা সাজানো হয়। তেমনটাই অভিযোগপত্রে লিখেছেন ভোলানাথ ঘোষ। 

ভোলানাথ আরও লিখছেন, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৪ সালের ১ এপ্রিল তিনি বাড়ি আসেন। তারপর থেকে শাহজাহানের নির্দেশে লাগাতার চক্রান্ত চলেছে। হয়েছে খুনের চক্রান্ত। তবে খুন ও খুনের চেষ্টার ধারা দেওয়ার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র, পরিকল্পনা, একই উদ্দেশ্য নিয়ে অপরাধ ক্ষেত্রে যে ধারা দেওয়া সেই সমস্ত ধরাতেই এই ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুরোদমে তদন্ত শুরু করেছে পুলিশ। কাজে লাগানো হচ্ছে সবরকমের সূত্রকে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।