Child burn in Baruipur: খেলতে গিয়ে বাজি ফেটে ঝলসে গেল ক্লাস সিক্সের আকাশ

Child burn in Baruipur: স্থানীয় সূত্রে খবর, গতকাল আকাশ ও পাড়ার আরও কয়েকজন বন্ধু মিলে হ্যাপিভ্যালি মাঠে খেলতে যায়। সেই সময় অসাবধানবশত ফেটে যায় সেখানে পড়ে থাকা বাজিগুলি।

Child burn in Baruipur: খেলতে গিয়ে বাজি ফেটে ঝলসে গেল ক্লাস সিক্সের আকাশ
ক্যানিংয়ে ঝলসে গেল পড়ুয়া (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2023 | 8:59 AM

বারুইপুর: মাঠের একপাশে স্তূপ হয়েছিল পরিত্যক্ত বাজির। আর সেখানেই খেলা করছিল কয়েকজন নাবালক। ঘটল বিপদ। অসাবধানবশত ফেটে যায় বাজি। আর তাতেই পুড়ে যায় এক নাবালক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে সে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত চণ্ডিপুরে। আহত নাবালকের নাম আকাশ মালি (১২)। ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে। স্থানীয় সূত্রে খবর, গতকাল আকাশ ও পাড়ার আরও কয়েকজন বন্ধু মিলে হ্যাপিভ্যালি মাঠে খেলতে যায়। সেই সময় অসাবধানবশত ফেটে যায় সেখানে পড়ে থাকা বাজিগুলি। আগুনে ঝলসে যায় ওই নাবালক। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন প্রতিবেশী।

দ্রুত আকাশকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকরা। এলাকাবাসী মনে করছেন প্রচণ্ড গরমের জন্যই ওই বাজিগুলি ফেটে গিয়েছে। তারপরই এমন বিপদ ঘটেছে। আহতের দাদা বলেন, “বালির ঢিপির উপর বাজিগুলি পড়েছিল। ওরা সেই নিয়ে খেলা করছিল। যেহেতু বারুদ ছিল। কোনওভাবে আগুন ধরে পুড়ে যায়।”