
বারুইপুর: ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার। বিডিও অফিসে ডেপুটেশনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লির ভোটের ভোটার তালিকায় কারচুপি প্রমাণিত। বাংলাতে সেই কারচুপি কাজ করবে না। এমনটাই জানালেন বারুইপুর পশ্চিমের বিধায়ক। ভূতুড়ে ভোটার তালিকা তৈরির পরিণাম খারাপ হবে। নির্বাচন কমিশনকে বার্তা বিমান বন্দ্যোপাধ্যায়ের।
এ দিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন। আপনাদের বিডিও অফিসে একটা করে ডেপুটেশন দিতে হবে। যেহেতু আমাদের ভোটার লিস্টে এত কারচুপি। দিল্লির ভোটার লিস্টে এটা প্রমাণিত হয়েছে। বিগত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন। তারা সচেষ্ট ছিল না। অথচ ভোট নেওয়ার পরে লক্ষ্য করা গেল প্রচুর ভুয়ো ভোটারের নাম ঢুকে গিয়েছে। তারাই ভোট দিয়ে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ এখন ওদের স্ট্যাটিজি সম্পূর্ণ ভোল পাল্টে ফেলেছে ওরা।”
তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গা থেকে ভোটারের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী মঙ্গলবার তাই বড় জমায়েত হওয়া দরকার। এখানে যারা রিটার্নিং অফিসার আছে। এসডিও হল রিটার্নিং অফিসার। একটা বার্তা যাওয়ার দরকার আছে ইলেকশন কমিশনের কাছে।”
এরপরই বিধায়কের বার্তা,”এই ভূতুড়ে ভোটার লিস্ট তৈরি করার পরিণাম খারাপ হতে পারে।” রবিবার বারুইপুরে দলীয় নেতৃত্বকে এমনটাই জানিয়েছেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়।