CM Mamata Banerjee: সব চোর চোর নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকে বিবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন প্রকল্পের উদ্ধোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন তিনি।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2024 | 6:22 PM

মঙ্গলবার মোট ৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্ধোধন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকে বিবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন প্রকল্পের উদ্ধোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন তিনি।

সর্বশেষ তথ্য উপরে

  1. মমতা: আমি নবান্নে যাব। রশিদ আলি অসুস্থ রয়েছে। আমায় সবটাই দেখতে হবে।
  2. মমতা: কিছু টিভি চ্যানেল আছে সারাদিন দেখায় ওই রাস্তা খারাপ, জল নেই। আমি বলি তোমাদের অনেক টাকা আছে। যেটা কেন্দ্র দিচ্ছে না তোমরা দিয়ে দাও। আমরা সব করে দেব। বিজেপি উল্টো পাল্টা ভিডিয়ো ছাড়ে। এটা বিশ্বাস করবেন না। থানায় ডায়রি করুন।
  3. মমতা: ১২ সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদার মালিককে। এজেন্সিরা ওদের সম্পত্তি নিলেন। সেগুলো ফেরত দিলেন? চিটফান্ড সিপিএম এনেছিল। ওদের কেউ গ্রেফতার হয়েছে? সব ব্যাপারেই তৃণমূল। আসলে তৃণমূলের নামে কাঁপে। তাই তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করলে এলাকা খালি হবে। আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে। অত সোজা নয়। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। বিজেপি অনেক লোক এপাশে ওপাশে টাকা দিয়ে ঢুকিয়েছে। সব সাধু সাধু নয়, সব চোর চোর নয়।
  4. মমতা: ৩৪ বছরে সিপিএম মানুষের মুণ্ডু নিয়ে খেলেছে। ওদের সঙ্গে আপোশ করব না। আজ টিভির পর্দায় বসে বড় বড় কথা বলে। কী করছিল ৩৪ বছরে? নাপিত-ধোপা-স্কুল-কলেজ বয়কট, কৃষিজমি দখল করেছে। এখন মানুষ কত ভাতা পাচ্ছে। আজই ২০ হাজার মানুষ সরকারি পরিষেবা পেলেন। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? গাছের খেজুর গুড় খাওয়াবেন। অতিথিদের মোয়া দেবেন। বিয়েতে এক প্যাকেট মোয়া গিফট দেবেন। সোনা দানা পেলে খুশি হয়। কিন্তু সেটা তো খেতে পারে না। ইঁদুর-চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনার অর্জিত পয়সা লুঠ করে নিয়ে যাবে। সিজার লিস্টও পাবেন না। মুখ্যসচিবকে জানতে তাইব, বগটুইতে যে জিনিসপত্র নিয়েছিল সিবিআই সেগুলি কি ফেরত পাওয়া গিয়েছে?
  5. মমতা: কুম্ভমেলার সময় টাকা দেয়। আর গঙ্গা সাগরের সময় কচুকলা?
  6. মমতা: আমাদের লোকের উপর অনেক অত্যাচার চলছে। ইন্ডিয়া চলছে একটা এজেন্সি দিয়ে। বিলকিস বানু মামলায় অভিযুক্তদের ছেড়ে দেওয়া হল। সেখানে আমাদের সাংসদ মহুয়া মৈত্র ছিলেন। তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেও পার্টি ছিল। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়।
  7. মমতা; কালকে আমায় জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে কী বক্তব্য। আমার যেন আর কোনও কাজ নেই। এই একটাই কাজ। আপনারা করুন ভোটের আগে গিমিক শো। আমি বলেছি, ‘ধর্ম যার যার ঈশ্বর সবাই’। আমি
  8. মমতা:কেউ কেউ বলছে আমি গুণ্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ। আমি নেতা নই। কর্মী। মানুষের পাহাড়াদার। কোনও মানুষ বিপদে পড়লে আমরা ছুটে যাই।
  9. মমতা: ভাঙড়, বজবজ, মেটিয়াবুরুজ আমার পরিচিত। এই জায়গাগুলোতে কিছু ভাড়াটি্যা গুণ্ডা দিয়ে ক্যযেক দিন আগে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে। প্রশাসনকে বলব কড়া হতে। এত টাকা পায় কোথা থেকে ? মানুষ খেতে না পেলে একটা টাকা দেয় না। আর মানুষ মারতে ১৫লক্ষ টাকা খরচ করে গুন্ডা আমদানি করবে এটা হবে না। বাংলা শান্তির জায়গা।
  10. মমতা: ওরা টাকা না দিলেও কাজ হবে। ৮.৫ লাখ লোক কাজ পাবেন এই আগামী দিনের পথশ্রী প্রকল্পে। আমরা একা ৪০ শতাংশ ১০০ দিনের কাজ দিয়েছি।
  11. মমতা: ৩১ জানুয়ারির মধ্যে সব সবুজ সাথী সাইকেল নবম শ্রেণীর পড়ুয়াদের দিয়ে দিতে হবে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবও দিয়ে দিতে হবে।
  12. মমতা:এখানে ঝড় জলে রাস্তা ভেঙে গেছে জানি। ২০২৩-২৪ এ আরও ১২ হাজার গ্রামীণ রাস্তা করছি। মোট ৪ হাজার কোটি টাকা খরচ হবে। জরুরি জায়গা বেছে নিয়ে আগে কাজ হবে।
  13. মমতা: সংখ্যালঘুদের জন্য মেটিয়াবুরুজে বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি। তারা দর্জির কাজ ভাল করে। পড়াশোনায় উন্নত হচ্ছে। আমার সেল্ফ হেল্ফ গ্রুপের মেয়েরা আছে। সব থেকে বেশি সেল্ফ হেল্ফ গ্রুপ বাংলায় আছে। দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা প্রথম। এখানে কবরস্থান, তীর্থস্থান, শশ্মান সব উন্নত হচ্ছে।
  14. মমতা: ভোটার কার্ড থেকে ওরা নাম বাদ দিয়ে দেবে। আগে গিয়ে নাম তুলুন। নাহলে ক্যা ক্যা করে করবে। ভোটার কার্ড থেকে নাম বাদ দিয়ে দেবে।
  15. মমতা: অনেকে বলছে হাম ঘর ঘর মে জল দেতা হ্যায়। নেহি দেতা হ্যায়। ঘরে জল মা মাটি মানুষের সরকার দেয়। ২০২৪ ডিসেম্বরের মধ্যে টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল যাবে। ১৯ লক্ষ্য মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে।
  16. মমতা: আমরা যা বলি তা করি। এ বছরে কেন্দ্র থেকে ৭৬ টি চিম এসেছে। ওরা টাকা দেয় না তাও লজ্জা নেই। বলে সব গেরুয়া করতে হবে। আমি কোনও দলীয় লোগো লাগাতে বাধ্য নই। গর্ভমেন্ট অব ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য।
  17. মমতা: এ বছরে কেন্দ্র থেকে ৭৬ টি টিম এসেছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে মেটাবে।
  18. মমতা: লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার ওঠেনি তাঁরা নাম লেখান। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কাছে নাম লিখিয়েছেন। পরিষেবা পাননি। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা তাদের জন্য সুখবর ঘোষণা করব। আমায় কয়েকটাদিন সময় দিন।
  19. মমতা: ২০১১ সালের পর থেকে পঞ্চাশ লোকের বাড়ি তৈরি হয়েছে। আমরা কেন্দ্রের কাছে ২৯ হাজার কোটি টাকা পাই। ভোটের সময় ভেদাভেদ করতে আসে। তাই বাড়ি তৈরি যাদের বাকি আছে তাদেরও বাড়ি দেব টাকা পেলে।
  20. মমতা: সুন্দরবনের মধুও জিআই ট্যাক পেয়েছে। এখানকার প্রোডাক্টের নাম দিয়েছিলাম সুন্দরিনী। জেলার মুকুটে দুটি স্বর্ণ পালক পেল। এই জেলাকে ৭০০ কোটি টাকার প্রকল্প দিয়ে যাচ্ছি।
  21. মমতা: জয়নগরের বিধায়ক আমায় প্রচুর মোয়া দেয়। আমি খেলে সেগুলো মোটা হয়ে যাব। তাই বিলিয়ে দিই। বিভাস আমায় অনেক ফল পাঠায়। ওরা ভাবে সব আমি খাই। কিন্তু আমি তো একবার সকালে খাই। একটু চা খাই। আর রাতে সামান্য কিছু। এটা অনেক দিনের অভ্যাস। জয়নগরের মোয়া বিশ্ব বিখ্যাত। জিআই পেয়েছে। কারিগরদের শুভেচ্ছা। আড়াই কোটি টাকা দিয়ে জয়নগরে মোওয়া হাব হবে।

মঙ্গলবার মোট ৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্ধোধন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকে বিবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন প্রকল্পের উদ্ধোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন তিনি।

সর্বশেষ তথ্য উপরে

  1. মমতা: আমি নবান্নে যাব। রশিদ আলি অসুস্থ রয়েছে। আমায় সবটাই দেখতে হবে।
  2. মমতা: কিছু টিভি চ্যানেল আছে সারাদিন দেখায় ওই রাস্তা খারাপ, জল নেই। আমি বলি তোমাদের অনেক টাকা আছে। যেটা কেন্দ্র দিচ্ছে না তোমরা দিয়ে দাও। আমরা সব করে দেব। বিজেপি উল্টো পাল্টা ভিডিয়ো ছাড়ে। এটা বিশ্বাস করবেন না। থানায় ডায়রি করুন।
  3. মমতা: ১২ সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদার মালিককে। এজেন্সিরা ওদের সম্পত্তি নিলেন। সেগুলো ফেরত দিলেন? চিটফান্ড সিপিএম এনেছিল। ওদের কেউ গ্রেফতার হয়েছে? সব ব্যাপারেই তৃণমূল। আসলে তৃণমূলের নামে কাঁপে। তাই তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করলে এলাকা খালি হবে। আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে। অত সোজা নয়। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। বিজেপি অনেক লোক এপাশে ওপাশে টাকা দিয়ে ঢুকিয়েছে। সব সাধু সাধু নয়, সব চোর চোর নয়।
  4. মমতা: ৩৪ বছরে সিপিএম মানুষের মুণ্ডু নিয়ে খেলেছে। ওদের সঙ্গে আপোশ করব না। আজ টিভির পর্দায় বসে বড় বড় কথা বলে। কী করছিল ৩৪ বছরে? নাপিত-ধোপা-স্কুল-কলেজ বয়কট, কৃষিজমি দখল করেছে। এখন মানুষ কত ভাতা পাচ্ছে। আজই ২০ হাজার মানুষ সরকারি পরিষেবা পেলেন। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? গাছের খেজুর গুড় খাওয়াবেন। অতিথিদের মোয়া দেবেন। বিয়েতে এক প্যাকেট মোয়া গিফট দেবেন। সোনা দানা পেলে খুশি হয়। কিন্তু সেটা তো খেতে পারে না। ইঁদুর-চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনার অর্জিত পয়সা লুঠ করে নিয়ে যাবে। সিজার লিস্টও পাবেন না। মুখ্যসচিবকে জানতে তাইব, বগটুইতে যে জিনিসপত্র নিয়েছিল সিবিআই সেগুলি কি ফেরত পাওয়া গিয়েছে?
  5. মমতা: কুম্ভমেলার সময় টাকা দেয়। আর গঙ্গা সাগরের সময় কচুকলা?
  6. মমতা: আমাদের লোকের উপর অনেক অত্যাচার চলছে। ইন্ডিয়া চলছে একটা এজেন্সি দিয়ে। বিলকিস বানু মামলায় অভিযুক্তদের ছেড়ে দেওয়া হল। সেখানে আমাদের সাংসদ মহুয়া মৈত্র ছিলেন। তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেও পার্টি ছিল। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়।
  7. মমতা; কালকে আমায় জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে কী বক্তব্য। আমার যেন আর কোনও কাজ নেই। এই একটাই কাজ। আপনারা করুন ভোটের আগে গিমিক শো। আমি বলেছি, ‘ধর্ম যার যার ঈশ্বর সবাই’। আমি
  8. মমতা:কেউ কেউ বলছে আমি গুণ্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ। আমি নেতা নই। কর্মী। মানুষের পাহাড়াদার। কোনও মানুষ বিপদে পড়লে আমরা ছুটে যাই।
  9. মমতা: ভাঙড়, বজবজ, মেটিয়াবুরুজ আমার পরিচিত। এই জায়গাগুলোতে কিছু ভাড়াটি্যা গুণ্ডা দিয়ে ক্যযেক দিন আগে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে। প্রশাসনকে বলব কড়া হতে। এত টাকা পায় কোথা থেকে ? মানুষ খেতে না পেলে একটা টাকা দেয় না। আর মানুষ মারতে ১৫লক্ষ টাকা খরচ করে গুন্ডা আমদানি করবে এটা হবে না। বাংলা শান্তির জায়গা।
  10. মমতা: ওরা টাকা না দিলেও কাজ হবে। ৮.৫ লাখ লোক কাজ পাবেন এই আগামী দিনের পথশ্রী প্রকল্পে। আমরা একা ৪০ শতাংশ ১০০ দিনের কাজ দিয়েছি।
  11. মমতা: ৩১ জানুয়ারির মধ্যে সব সবুজ সাথী সাইকেল নবম শ্রেণীর পড়ুয়াদের দিয়ে দিতে হবে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবও দিয়ে দিতে হবে।
  12. মমতা:এখানে ঝড় জলে রাস্তা ভেঙে গেছে জানি। ২০২৩-২৪ এ আরও ১২ হাজার গ্রামীণ রাস্তা করছি। মোট ৪ হাজার কোটি টাকা খরচ হবে। জরুরি জায়গা বেছে নিয়ে আগে কাজ হবে।
  13. মমতা: সংখ্যালঘুদের জন্য মেটিয়াবুরুজে বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি। তারা দর্জির কাজ ভাল করে। পড়াশোনায় উন্নত হচ্ছে। আমার সেল্ফ হেল্ফ গ্রুপের মেয়েরা আছে। সব থেকে বেশি সেল্ফ হেল্ফ গ্রুপ বাংলায় আছে। দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা প্রথম। এখানে কবরস্থান, তীর্থস্থান, শশ্মান সব উন্নত হচ্ছে।
  14. মমতা: ভোটার কার্ড থেকে ওরা নাম বাদ দিয়ে দেবে। আগে গিয়ে নাম তুলুন। নাহলে ক্যা ক্যা করে করবে। ভোটার কার্ড থেকে নাম বাদ দিয়ে দেবে।
  15. মমতা: অনেকে বলছে হাম ঘর ঘর মে জল দেতা হ্যায়। নেহি দেতা হ্যায়। ঘরে জল মা মাটি মানুষের সরকার দেয়। ২০২৪ ডিসেম্বরের মধ্যে টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল যাবে। ১৯ লক্ষ্য মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে।
  16. মমতা: আমরা যা বলি তা করি। এ বছরে কেন্দ্র থেকে ৭৬ টি চিম এসেছে। ওরা টাকা দেয় না তাও লজ্জা নেই। বলে সব গেরুয়া করতে হবে। আমি কোনও দলীয় লোগো লাগাতে বাধ্য নই। গর্ভমেন্ট অব ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য।
  17. মমতা: এ বছরে কেন্দ্র থেকে ৭৬ টি টিম এসেছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে মেটাবে।
  18. মমতা: লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার ওঠেনি তাঁরা নাম লেখান। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কাছে নাম লিখিয়েছেন। পরিষেবা পাননি। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা তাদের জন্য সুখবর ঘোষণা করব। আমায় কয়েকটাদিন সময় দিন।
  19. মমতা: ২০১১ সালের পর থেকে পঞ্চাশ লোকের বাড়ি তৈরি হয়েছে। আমরা কেন্দ্রের কাছে ২৯ হাজার কোটি টাকা পাই। ভোটের সময় ভেদাভেদ করতে আসে। তাই বাড়ি তৈরি যাদের বাকি আছে তাদেরও বাড়ি দেব টাকা পেলে।
  20. মমতা: সুন্দরবনের মধুও জিআই ট্যাক পেয়েছে। এখানকার প্রোডাক্টের নাম দিয়েছিলাম সুন্দরিনী। জেলার মুকুটে দুটি স্বর্ণ পালক পেল। এই জেলাকে ৭০০ কোটি টাকার প্রকল্প দিয়ে যাচ্ছি।
  21. মমতা: জয়নগরের বিধায়ক আমায় প্রচুর মোয়া দেয়। আমি খেলে সেগুলো মোটা হয়ে যাব। তাই বিলিয়ে দিই। বিভাস আমায় অনেক ফল পাঠায়। ওরা ভাবে সব আমি খাই। কিন্তু আমি তো একবার সকালে খাই। একটু চা খাই। আর রাতে সামান্য কিছু। এটা অনেক দিনের অভ্যাস। জয়নগরের মোয়া বিশ্ব বিখ্যাত। জিআই পেয়েছে। কারিগরদের শুভেচ্ছা। আড়াই কোটি টাকা দিয়ে জয়নগরে মোওয়া হাব হবে।