Crack in Rail Line: লাইনে চোখ পড়তেই নজরে পড়ে বড় বিপদ, লাল কাপড় উঁচিয়ে ট্রেন থামালেন যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2021 | 10:32 AM

Crack in Rail Line: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক যাত্রী। ডাউন ট্রেন ঘোষণা হয়ে গিয়েছে। লাইনের ওপর চোখ পড়ে কয়েকজন যাত্রী। প্রথমে তাঁরা বিষয়টা সেভাবে বুঝতে পারেননি।

Crack in Rail Line: লাইনে চোখ পড়তেই নজরে পড়ে বড় বিপদ, লাল কাপড় উঁচিয়ে ট্রেন থামালেন যাত্রীরা
সোনারপুরে রেললাইনে ফাটল (নিজস্ব চিত্র)

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: অল্পের জন্য রক্ষা পেল আপ সোনারপুর ক্যানিং লোকাল। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। সেই সময় ক্যানিং থেকে সোনারপুরের উদ্দেশ্যে আসছিল একটি ট্রেন। এলাকার মানুষ লাইনের উপর দাঁড়িয়ে হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান। চালক ও গার্ড নেমে দেখেন রেল লাইনে ফাটল রয়েছে। এরপরই রেল দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে। লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ ক্যানিং সোনারপুর লোকাল।

সকালের দৃশ্য

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক যাত্রী। ডাউন ট্রেন ঘোষণা হয়ে গিয়েছে। লাইনের ওপর চোখ পড়ে কয়েকজন যাত্রী। প্রথমে তাঁরা বিষয়টা সেভাবে বুঝতে পারেননি। পরে ভালো ভাবে দেখতেই দেখেন এ তো বড় বিপদ শিয়রে! বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

রেললাইনের মধ্যে তৈরি হয়েছে বিস্তর ফাঁক। সঙ্গে সঙ্গেই খবর চাউর হয়ে যায়। সেরকমভাবে কিছু না ভেবে লাইনে নেমে পড়েন কয়েকজন যাত্রী। তাঁরা হাতে লাল কাপড় তুলে নাড়াতে থাকেন। হাত তুলে নাড়াতে থাকেন তাঁরা। দূর থেকে তখন ট্রেন দেখা যাচ্ছে। প্রাণভয় না করেই কয়েকজন যাত্রী লাইনে ওপর চিত্কার করে চালককে ইশারা করতে থাকেন। হাত তুুলে লাল কাপড় দেখাতে থাকেন।

তারপরই ট্রেন থামিয়ে দেন চালক। গার্ড ও চালক ট্রেন থেকে নেমে এসে দেখেন, লাইনে ফাটল ধরেছে। যাত্রীরা লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান। ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থল পরিদর্শনে যান।

ইতিমধ্যে রেললাইন ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে। তবে ওই লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি দোকানে যাচ্ছিলাম। একজন দিদি সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। ৮.১৫-র ট্রেনটা চলে যাওয়ার পর বিষয়টি লক্ষ্য করেন ওই দিদি। আমরা লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করাই। সাড়ে আটটার ট্রেনটাকে আমরা দাঁড় করাই। এখন লাইনের কাজ চলছে।”

রেলের তরফে জানানো হয়, “দ্রুত লাইন মেরামতি হয়ে যাবে। ট্রেন চলাচল স্বাভাবিক হবে।” ঘণ্টা দেড়েক বাদে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: Bansdroni Murder Case: ভাইয়ের বউয়ের প্রেমিকই ‘কালপ্রিট’! বাঁশদ্রোণীর যুবক খুনে রহস্যভেদ পুলিশের

আরও পড়ুন: Swasthya Sathi: কোটি কোটি টাকা বাকি সরকারের কাছে, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি?

Next Article