ভাঙড়: “বিধানসভায় বিজেপির বিধায়কদের সঙ্গে কোলাকুলি করে। বিজেপি বিধায়করা যেটা বলে সেটাই করে নওশাদ সিদ্দিকী।” এ ভাষাতেই আইএসএফ বিধায়কের তুলোধনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের কলেজ মোড়ে তৃণমূল কংগ্রসের তরফে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন শওকত মোল্লা। সঙ্গে ছিলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, আহছান মোল্লা-সহ অন্যান্য তৃণমূল নেতারা।
ওই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই আইএসএফ-কে এক হাত নেন শওকত। ভিখারির দল বলেও কটাক্ষ করেন। নওশাদকে ‘চিটিংবাজ’, ‘চার পয়সার চানাচুর’ বলেও আক্রমণ শানান। শওকতের কথায়, “২০২১ সালের বিধানসভা ভোটে জিতে ভাঙড়ে মেডিক্যাল কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথাও বলেছিলেন। কিন্তু, চার বছর পেরিয়ে গিয়েছে, এখনও কিছুই করতে পারেনি।”
এখানেই না থেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “যখন ইলেকশন আসে তার ছয় মাস আগে থেকে বিধানসভায় বিজেপির বিধায়কদের সঙ্গে কোলাকুলি করে। বিজেপি বিধায়করা যেটা বলে সেটাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলে। পরে ভাঙড়ে এসে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাঁদে।” শওকতের দাবি, ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর তৈরি। ভোট হলে তৃণমূল ১ লক্ষের বেশি ভোটের লিড পাবে বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে নওশাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।