Baruipur: একাদশীর সকালে বীভৎস দৃশ্য, পড়ে আছে নলি কাটা দেহ, পাশেই মদের বোতল

Baruipur Murder: যুবকের দেহ ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা হলেই এলাকায় মদের আসর বসে। সেই কারণেই অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের বাইরের লোকজনের আনাগোনাও বাড়ছে ক্রমশ।

Baruipur: একাদশীর সকালে বীভৎস দৃশ্য, পড়ে আছে নলি কাটা দেহ, পাশেই মদের বোতল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 03, 2025 | 11:06 AM

বারুইপুর: পুজো মিটতে না মিটতেই খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। রাস্তার পাশে পড়ে রয়েছে এক যুবকের দেহ। গলা থেকে রক্ত বেরচ্ছে। একাদশীর দিন সাত সকালে এমন দৃশ্য দেখে চমকে উঠলেন মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা।

বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনি কাঠের ব্রিজের কাছ থেকে ওই দেহ উদ্ধার হয়েছে। গলার নলিকটা অবস্থায় রাস্তায় দেহ পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ শিউরে ওঠেন। দেহের পাশেই পড়ে রয়েছে মদের বোতল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা কেউই চেনেন না।

যুবকের দেহ ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা হলেই এলাকায় মদের আসর বসে। সেই কারণেই অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের বাইরের লোকজনের আনাগোনাও বাড়ছে ক্রমশ। তাঁদের দাবি, এই মদের আসর বন্ধ করা না গেলে অপরাধের ঘটনা থামানো যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মৃতের পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।