Diamond harbour: রাত বাড়লে হানা দিচ্ছে, আচড়ে-কামড়ে করছে একশা, ‘অজানা’ আক্রমণে টতস্থ ডায়মন্ড-হারবারবাসী

Diamond harbour: স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যে গড়়িয়ে অন্ধকার হলেই ওই জন্তু হামলা করছে। কেউ কেউ বলছেন কুকুরের মতো দেখতে। কেউ কেউ আবার বলছেন শিয়াল। কিন্তু অনেকেই বলছেন, কুকুর বা শিয়াল কোনওটাই নয়, অন্য কিছু। তবে কোন প্রাণী হামলা করছে তা বোঝা যাচ্ছে না।

Diamond harbour: রাত বাড়লে হানা দিচ্ছে, আচড়ে-কামড়ে করছে একশা, অজানা আক্রমণে টতস্থ ডায়মন্ড-হারবারবাসী
কার আক্রমণ হচ্ছে ডায়মন্ড হারবারে? Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2024 | 10:23 AM

ডায়মন্ড হারবার: ঠিক রাত্রি হলেই আনাগোনা। হঠাৎ করে আসছে। তারপর হামলা। আঁচড়ে-কামড়ে জখম করছে। বাদ যাচ্ছে না শিশুরাও। কিন্তু কে ? কেন বা এমন ঘটনা ঘটছে? তার সদুত্তর যদিও মেলেনি। তাই দিন যত এগোচ্ছে ততই ভয় বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা ও মশাট এলাকায়। এলাকাবাসী বলছে, কোনও অজানা জন্তু রাতের অন্ধকারে বেরচ্ছে। আর হামলা করছে।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যে গড়়িয়ে অন্ধকার হলেই ওই জন্তু হামলা করছে। কেউ কেউ বলছেন কুকুরের মতো দেখতে। কেউ কেউ আবার বলছেন শিয়াল। কিন্তু অনেকেই বলছেন, কুকুর বা শিয়াল কোনওটাই নয়, অন্য কিছু। তবে কোন প্রাণী হামলা করছে তা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকেও। এলাকার বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকে প্রচার করাও হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে। অন্ধকার নামলে শিশুদের বাইরে না বের করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ দিকে, ওই অজানা জন্তুকে ধরতে বন-দফতরের পক্ষ থেকে দু’টি খাঁচা পাতা হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত আট জন জখম হয়েছেন ওই জন্তুর আক্রমণে। তাঁদের প্রত্যেককে সরিষা ব্লক হাসপাতালে ও ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে ডিএফও মিলন মণ্ডল জানিয়েছেন,”বনদফতরের প্রাথমিক অনুমান শিয়াল জাতীয় কোনও প্রাণীর আক্রমণের জেরে এই ঘটনা ঘটেছে। সেই কারণে দুটি খাঁচা পাতা হয়েছে। এখন দেখা যাক ধরা পড়ে কি না। রাতে ও দিনে বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহল চলছে। তবে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।”