Extramarital affair: বাথরুম যাওয়ার নামে ভরসন্ধ্যায় মাঠে গিয়ে অন্য পুরুষের সঙ্গে….! স্ত্রী-কে আপত্তিকর অবস্থায় দেখতেই ‘খুন’ করে ফেলল স্বামী

Extramarital affair: সূত্রের খবর, প্রায় বছর সাতেক আগে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল হেমন্ত-সুচিত্রার। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে। হেমন্তর সঙ্গেই বাড়িতে থাকে তাঁর বৃদ্ধ বাবা। থাকে ঠাকুমাও। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও বছর আড়াই আগে থেকে একটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ।

Extramarital affair: বাথরুম যাওয়ার নামে ভরসন্ধ্যায় মাঠে গিয়ে অন্য পুরুষের সঙ্গে….! স্ত্রী-কে আপত্তিকর অবস্থায় দেখতেই ‘খুন’ করে ফেলল স্বামী
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2025 | 1:45 PM

হিলি: অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী! রাগে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে  দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসবেড়াতে। মৃতের নাম সুচিত্রা মাহাতো(৩০)। ইতিমধ্যেই হেমন্ত মাহাতো নামে ওই যুবককে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশ। অন্যদিকে সুচিত্রার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, প্রায় বছর সাতেক আগে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল হেমন্ত-সুচিত্রার। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে। হেমন্তর সঙ্গেই বাড়িতে থাকে তাঁর বৃদ্ধ বাবা। থাকে ঠাকুমাও। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও বছর আড়াই আগে থেকে একটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। স্বামীর হাতে ধরাও পড়তেন প্রায়শই। কিন্তু, তারপরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি বলে জানাচ্ছেন হেমন্তর পরিচতরা। গ্রামে সালিশি সভাও বসাতে হয়। সেখানে সব মিটমাট করার চেষ্টা হলেও অবস্থার বদল হয়নি। কিন্তু, তাই বলে খুন? তা মেনে নিতে পারছেন না কেউই। হেমন্তর কঠোর শাস্তির দাবিও উঠেছে। 

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী দু’জনে রান্না করছিল। এরইমধ্যে সুচিত্রা জানায় তাঁকে বাথরুমে যেতে হবে। বাড়িতে শৌচালয় থাকলেও সেখানে না গিয়ে বাড়ির পাশে মাঠে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও না ফেরায় স্বামীর সন্দেহ বাড়তে থাকে। খুঁজতে বেরিয়ে তিনিও ওই মাঠে যান। কিন্তু, মাঠে গিয়েই এক যুবকের সঙ্গে নিজের স্ত্রীকে একেবারে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে হেমন্ত। স্ত্রীর প্রেমিককে ধরতে গেলে সে পালিয়ে যায়। হাতের কাছে স্ত্রীকে পেয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় সুচিত্রার। সুচিত্রার বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় হেমন্তকে।