Canning: শ্বশুরের বুকে সোজা ঢুকে গেল কাঁচি, রাতেই গ্রেফতার বউমা

Canning: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌসুমীর হাতে থাকা ওই কাঁচির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বপন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Canning: শ্বশুরের বুকে সোজা ঢুকে গেল কাঁচি, রাতেই গ্রেফতার বউমা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 19, 2025 | 9:59 AM

ক্যানিং: শ্বশুরের বুকে কাঁচির কোপ! খুনের অভিযোগে গ্রেফতার করা হল পুত্রবধূকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার ঘটনা।

অশান্তির ঘটনা নতুন নয়। শুক্রবার রাতে বাড়িতে ছেলে প্রদীপ সর্দারের সঙ্গে স্ত্রী মৌসুমী সর্দারের সাংসারিক অশান্তি হয়। অভিযোগ, আচমকাই কাঁচি উঁচিয়ে স্বামীর দিকে তেড়ে যান মৌসুমী। সেই অবস্থা দেখে স্বপন নিজের ছেলেকে বউমার হাত থেকে বাঁচাতে ছুটে যান। আর প্রদীপকে সরিয়ে নিতেই নাকি মৌসুমীর হাতের কাঁচি ঢুকে যায় স্বপনের বুকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌসুমীর হাতে থাকা ওই কাঁচির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বপন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রাতেই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই খুনে অভিযুক্ত মৌসুমী সর্দারকে। ধৃতকে শনিবার আলিপুর আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বপনের স্ত্রী বলেন, “মৌসুমী আমার ছেলেকে মারতে গিয়েছিল। আমি তখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় ছেলেকে মারতে না পেরে আমার স্বামীকে খুন করে।”