Bhangar: শওকত মোল্লাও বসে দর্শকদের আসনে, হঠাৎ ভিড়ের মাঝে পড়ল একটা কথা! তারপরই স্টেডিয়ামে ধুন্ধুমার! কী হয়েছিল?

Bhangar Stadium: ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। সূত্রের খবর, ভোজেরহাট ফুটবল মাঠে খারম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নকআউট ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।

Bhangar: শওকত মোল্লাও বসে দর্শকদের আসনে, হঠাৎ ভিড়ের মাঝে পড়ল একটা কথা! তারপরই স্টেডিয়ামে ধুন্ধুমার! কী হয়েছিল?
ভাঙড়ে ফুটবল টুর্নামেন্টে অশান্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2025 | 10:53 AM

দক্ষিণ ২৪ পরগনা:  ফুটবল ম্যাচ চলছে। বিশেষ অতিথিদের আসনে বসে ছিলেন বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-নেতৃত্ব। খেলায় তখন টানটান উত্তেজনা। আচমকাই চিৎকার চেঁচামেচি। দর্শকদের একাংশের মধ্যে প্রথমে কথা কাটাকাটি। তারপর রীতিমতো একে অপরের সঙ্গে হাতাহাতি জড়ান দর্শকরা। ভাঙড়ে ফুটবল টুর্নামেন্ট ঘিরে তুমুল মারামারি।  উত্তেজনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। সূত্রের খবর, ভোজেরহাট ফুটবল মাঠে খারম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নকআউট ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে।

সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায়, ওই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা-সহ তৃণমূলের একাধিক নেতা-নেতৃত্ব। তবে কী কারণে আচমকা মারামারি শুরু হয়, তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পোলেরহাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে কী কারণে মারামারি, সেটা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। এ বিষয়ে অবশ্য বিধায়ক শওকত মোল্লা কোনও মন্তব্য করতে চাননি।