Firecracker: কালীপুজোর বিসর্জনের মাঝে বীভৎস আওয়াজ, চুরচুর করে ভেঙে পড়ল জানালার কাচ, ত্রস্ত বাসিন্দারা
Firecracker: রাজপুর সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের পাশেই বাড়ি সিদ্ধার্থ অধিকারীর। সিদ্ধার্থ বাবুর পরিবারের অভিযোগ, সোমবার রাতে কালীপুজোর বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল, হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি, সঙ্গে বিকট শব্দ।
সোনারপুর: কালীপূজায় বাজি ফাটানো বরাবরের রীতি। বিসর্জনেও থাকে সেই বাজির রমরমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে নরেন্দ্রপুরে কালী বিসর্জনের সময় যে ঘটনা ঘটল, তাতে ভয়ে কাঁপছে এলাকার বাসিন্দারা। ঘড়িতে তখন রাত ১০টা ৫০মিনিট। বাড়িতে নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন সবাই। আচমকা বীভৎস শব্দ। কেঁপে ওঠেন বাড়ির বাসিন্দারা। বাইরে বেরিয়ে দেখেন, শব্দের ধাক্কায় ভেঙে পড়ছে জানালার কাচ।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের অধিকারী পরিবার। সোমবার রাতে এই ঘটনা ঘটে। বাড়ির বাসিন্দাদের দাবি, কোনও সাধারণ বাজি নয়, বোমা ফাটানো হয়েছে, নাহলে এই ঘটনা ঘটা সম্ভব নয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে।
রাজপুর সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের পাশেই বাড়ি সিদ্ধার্থ অধিকারীর। সিদ্ধার্থ বাবুর পরিবারের অভিযোগ, সোমবার রাতে কালীপুজোর বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল, হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি, সঙ্গে বিকট শব্দ। মঙ্গলবার সকালেও দেখা যায় কাচের টুকরো ছড়িয়ে আছে বারান্দা ও ঠাকুর ঘরে। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতুলি। রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অধিকারী পরিবার।
এই খবরটিও পড়ুন
পরিবারের এক সদস্যা বলেন, “এটা সাধারণ চকোলেট বোমা হতে পারে না। এমন বাজি প্রতিবারই কালীপুজোর সময় ফাটানো হয়। কোনওদিন কিছু হয় না। এটা কোনও বোমা ফাটানো হয়েছে। বাইরেই ছিল সিলিন্ডার। সেটাও ফেটে যেতে পারত।” বাড়িতে রয়েছে শিশু সদস্যরাও। তাই এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবার। পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট নয় তারা।