মহেশতলা: ভয়াবহ বিস্ফোরণ মহেশতলায়।বিস্ফোরণের জেরে গুরুতর জখম তিন শিশুসহ পাঁচজন। আহত পাঁচজনকেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারা যায়নি।
বুধবার ভোর-রাতে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত টিজি রোডে বিস্ফোরণটি ঘটেছে। তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে। এমনকী পাশের বাড়ির সিলিং ফ্যানও সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গিয়েছে।
বিস্ফোরণের জেরে আহত হয়েছেন সন্দীপ যাদব (৪৫), তাঁর স্ত্রী রানি যাদব (৩৫) সহ তাঁদের তিন সন্তান। যাদের বয়স ১১, ৭ এবং ৬।আপাতত ঘটনাস্থলে মোতায়েন রবীন্দ্রনগর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক দলের সদস্যরাও।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণ হয়েছে। কিন্তু বুঝতে পারছি না কীভাবে হয়েছে। ভোরবেলা যখন উঠি তখন দেখি চারজন পুড়ে গিয়েছে পুরো। তবে কীভাবে হয়েছে বলতে পারব না। গ্যাস তো আমরা দেখছি। কিন্তু গ্যাসের সিলিন্ডার সব ঠিক আছে। পরপর অনেকগুলো বাড়ি আছে। সবকটি ক্ষতিগ্রস্ত রয়েছে। যার বাড়িতে হয়েছে তিনি পেশায় ড্রাইভার। প্রায় পাঁচ বছর ধরে এখানে রয়েছেন।’ আরও এক বাসিন্দা বলেন, ‘রাত্রি সাড়ে তিনটে নাগাদ আওয়াজ হয়। তারপর কান্নাকাটির শব্দ শুনি। ঘরের ভিতর পাঁচজন ছিল। শুধু আওয়াজ শুনতে পাই। গ্যাস সিলিন্ডার বা মোবাইল কিছুই বিস্ফোরণ হয়নি। কারণ আমরা গিয়ে তা দেখি। পাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছে প্রচুর।’