Behala Accident: বেহালার পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন পুলিশকর্মীর
Behala Accident: সেই সময় ২৩৫ নম্বর রুটের বাসটির পিছনে হঠাৎ ধাক্কা মারে লাক্সারি বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসটি গিয়ে ধাক্কা মারে খালি একটি গাড়িতে। আর ওই গাড়িটি এক প্রকার পিষে দেয় নির্মলকুমার দাসকে। মৃতের আত্মীয়র অভিযোগ, দুর্ঘটনা ঘটার পরও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি।
ঠাকুরপুকুর: সোমবার সকালে ব্যস্ত সময়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে বেহালার ঠাকুরপুকুরে। সেই ঘটনায় মৃত্যু হল প্রাক্তন পুলিশ কর্মীর। গতকালের ভয়াবহ দুর্ঘটনায় আহত হন পনেরো জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর।
গতকাল ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডে একটি খালি গাড়ি পাশে দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন ওই পুলিশ কর্মী নির্মলকুমার দাস (৬৯)। বুরুলে নিজেদের বাগান বাড়িতে যাবেন বলে সস্ত্রীক দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
সেই সময় ২৩৫ নম্বর রুটের বাসটির পিছনে হঠাৎ ধাক্কা মারে লাক্সারি বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসটি গিয়ে ধাক্কা মারে খালি একটি গাড়িতে। আর ওই গাড়িটি এক প্রকার পিষে দেয় নির্মলকুমার দাসকে। মৃতের আত্মীয়র অভিযোগ, দুর্ঘটনা ঘটার পরও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। পরে এক গ্রিন পুলিশ বৃদ্ধ-বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর অভিযোগ তারা ভর্তি নেয়নি। উল্টে সেখান থেকে তাড়িয়ে দেয় তারা।
নির্মলকুমার দাসের দাদা বলেন, “দাদা-বৌদি বাগান বাড়ির উদ্দেশ্যে যাবেন বলে বেরিয়েছিলেন। সেই সময় এমন ঘটনা ঘটে যায়। গ্রিন পুলিশ শেষে দাদাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।” প্রসঙ্গত, গতকাল ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। সেই সময় ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস এসে ধাক্কা মারে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি। সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় আহত হন একাধিক।