Giant whale: সাগর থেকে নদী বেয়ে ডাঙায় উঠল বিশালকার তিমি, মুড়িগঙ্গার পাড়ে বসে গেল ‘মেলা’

Giant whale: প্রায় ১৫ জনের একটা দল তো ২০ ফুটের তিমিটিকে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। দেখা যায় গায়ে জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায়। কিন্তু, নদীতে অনেক বিশালাকার মাছ দেখা গেলেও এত বড় তিমি মাছ কবে শেষবার দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই।

Giant whale: সাগর থেকে নদী বেয়ে ডাঙায় উঠল বিশালকার তিমি, মুড়িগঙ্গার পাড়ে বসে গেল ‘মেলা’
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 02, 2025 | 5:52 PM

দক্ষিণ ২৪ পরগনা: দৃশ্য দেখে একেবারে ভিড়মি খাওয়ার উপক্রম। নদী তটেই একেবারে হইচই কাণ্ড। বুধবার ভাটা শুরু হতেই মুড়িগঙ্গা নদীর তটে দেখা মিলল এক বিশাল আকৃতির তিমি। সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চরে তিমিটি প্রথম দেখতে পাওয়া যায়। দেখতে পান এলাকারই লোকজন। খবর চাউর হতেই নদী তটে একেবারে মেলা বসে যায়। 

প্রায় ১৫ জনের একটা দল তো ২০ ফুটের তিমিটিকে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। দেখা যায় গায়ে জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায়। কিন্তু, নদীতে অনেক বিশালাকার মাছ দেখা গেলেও এত বড় তিমি মাছ কবে শেষবার দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই। যা নিয়েই এখন জোর চর্চা চলছে এলাকায়। মৎসজীবীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্কের আবহ। গ্রামবাসীরা মনে করছেন, পাশেই বঙ্গোপসাগর, সেখান থেকেই কোনওভাবে পথ হারিয়ে তিমিটি নদীতে এসে যায়।  

স্থানীয় বাসিন্দা সন্দীপ সাগর বলেন, “এর আগে এখনে এত বড় মাছ কখনও দেখা যায়নি। দক্ষিণ পশ্চিম চড়ে তিমিটাকে প্রথম দেখা যায়। ভাটার কারণে মাছটা ডাঙায় আটকে যায়। দেহে প্রাণ ছিল। যদিও এলাকার লোকজন খুবই সচেতন ছিল। ওরা নিজেদের উদ্যোগে মাছটাকে পাল্টি খাইয়ে খাইয়ে জলের কাছে নিয়ে যায়। জল পেতেই ওটা নিজের ছন্দে চলে যায়। বন দফতরেও গোটা ঘটনার কথা জানানো হয়েছে।”