e

বারুইপুর: মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা বারুইপুরে। তাতেই প্রাণ গেল দু’জনের। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকায়। মৃতদের নাম নাজিম সর্দার (২০) ও কার্তিক মণ্ডল (৪৫)। সূত্রের খবর, নাজিম ও তাঁর বন্ধু মইদুল বাইকে চেপে ফুলতলা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময়েই সাইকেলে ফুলতলার দিকে আসছিলেন কার্তিক। কিন্তু সীতাকুণ্ডের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। তখনই প্রথমে সাইকেলে, তারপরই পাশেই একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।
মুহূর্তেই দুই বাইক আরোহী সহ কার্তিক রাস্তায় ছিটকে পড়েন। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা নাজিম ও কার্তিককে মৃত বলে ঘোষণা করে দেন। মইদুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই নাজিম ও কার্তিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি পুরোদমে শুরু হয়েছে ঘটনার তদন্ত। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কান্না ভেঙে পড়েছেন মৃতদের সদস্যরা। মৃত কার্তিক মণ্ডলের আত্মীয় অভিষেক নস্কর বলছেন, “ও কাজ থেকে ফিরছিল। তখনই এই ঘটনা ঘটেছে। খুবই খারাপ লাগছে।” রামনগর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু কাহার সর্দার বলছেন, “১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মোহনের চায়ের দোকানের সামনে। ওই জায়গায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদিন বাইক আর সাইকেলের একেবারে মুখোমুখি ধাক্কা লাগে। ২ জন মারা গিয়েছে, একজনকে পিজিতে পাঠানো হয়েছে। সকলেই আমাদের পাড়ার ছেলে। আমাদের গ্রামের সকলে খুবই মর্মাহত।”