Shawkat on ISF: ‘পুলিশকে জানালে আইএসএফ জানতে পেরে যায়’, প্রশাসনের বিরুদ্ধেই ক্ষুব্ধ শওকত

Bhangar: বোমা বাঁধার খবর প্রশাসনের কাছে পৌঁছে দিলেও সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। এমনটাই অভিযোগ শওকতের। কারও নাম না করলেও ভাঙড় থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শওকতকে। তোপের পর তোপ দাগেন আইএসএফের বিরুদ্ধেও।

Shawkat on ISF: ‘পুলিশকে জানালে আইএসএফ জানতে পেরে যায়’, প্রশাসনের বিরুদ্ধেই ক্ষুব্ধ শওকত
শওকত মোল্লা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 03, 2025 | 2:52 PM

ভাঙড়: ভোট যত এগিয়ে আসছে ততই যেন তপ্ত হচ্ছে ভাঙড়ের রাজনৈতিক আঙিনা। এবার পুলিশকেই একহাত নিলেন বিধায়ক। কলকাতা পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বোমা বাঁধার খবর প্রশাসনের কাছে পৌঁছে দিলেও সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। এমনটাই অভিযোগ শওকতের। কারও নাম না করলেও ভাঙড় থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শওকতকে। মঙ্গলবার ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় একটি প্রতিবাদ সভা ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এত কথা বলেন শওকত। 

সভা থেকই শওকত বলেন, মঙ্গলবার রাতে এই এলাকায় আইএসএফের কয়েকজন বোমা বাঁধছিল। প্রশাসনের একটা অংশকে ধিক্কার জানাই। প্রশাসনকে খবর দেওয়া হলে সেই খবর আইএসএফের কাছে চলে যায়। মঞ্চ থেকেই তৃণমূলে আমলে তাঁদের শাসনকালের ভূয়সী প্রশংসাও করেন। শওকত বলেন, “আমরা তো এই এলাকায় গুলি বোমার রাজনীতি করতে চাই না। ২০১১ সালের পর থেকে ক্য়ানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাও গুলি ফাটেনি, একটাও বোমা ফাটেনি। গোটা ভাঙড়, ক্যানিংয়ে শান্তি বিরাজ করছে।” 

শুধু পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে ক্ষান্ত হননি। তোপের পর তোপ দেগেছেন আইএসএফের বিরুদ্ধেও। নওশাদ শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইএসএফের সমাজবিরোধীদের বলছি আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এখানে চারটে আইএসএফ আছে। আমরা যদি চাই ২৪ ঘন্টার মধ্যে শিকড় সমেত তুলে ফেলে দিতে পারি। কিন্তু আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না।”