ISF-TMC Clash: বন্ধ বাড়িতে হঠাৎ বিস্ফোরণ, কারা রাখল বোমা?

Dholahat: জানা গিয়েছে, গতকাল বিকেলে হোসেন মীর নামে সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ পান বাসিন্দারা। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 21, 2024 | 12:46 PM

ঢোলাহাট: ভোট চলছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। আর দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে হল বিস্ফোরণ। যার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ হোসেন মির নামে এক আইএসএফ সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয় বলে দাবি এলাকাবাসীর। তবে এই বোমা কারা রেখেছে তা জানতে পারা যায়নি।

জানা গিয়েছে, গতকাল বিকেলে হোসেন মির নামে সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ পান বাসিন্দারা। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণের পর চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। আইএসএফ পঞ্চায়েত সদস্য নিয়ামতুল্লা হালদারের অভিযোগ, হোসেন শেখের বাড়িতে আগেও বোমা বিস্ফোরণ হয়েছিল। শাসকদল ভয় পেয়ে গিয়েছে। তাই ফাঁসানোর জন্য বাইরে থেকে বোমা রেখে গিয়েছে। বাড়ির সদস্য সখিনা বিবি বলেন, “অনেক জোরে বোমের শব্দ হয়েছে। আমরা ছুটে যাই। তারপর দেখি এমন বোমা বিস্ফোরণ।”

পাল্টা তৃণমূলের নেতাজী অঞ্চল সভাপতি বাকিবিল্লা ভাঙ্গি বলেন, “বাড়িতে বোমা মজুত করেছিল। নির্বাচনে কাজে লাগাবে বলে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।” সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

ঢোলাহাট: ভোট চলছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। আর দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে হল বিস্ফোরণ। যার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ হোসেন মির নামে এক আইএসএফ সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয় বলে দাবি এলাকাবাসীর। তবে এই বোমা কারা রেখেছে তা জানতে পারা যায়নি।

জানা গিয়েছে, গতকাল বিকেলে হোসেন মির নামে সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ পান বাসিন্দারা। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণের পর চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। আইএসএফ পঞ্চায়েত সদস্য নিয়ামতুল্লা হালদারের অভিযোগ, হোসেন শেখের বাড়িতে আগেও বোমা বিস্ফোরণ হয়েছিল। শাসকদল ভয় পেয়ে গিয়েছে। তাই ফাঁসানোর জন্য বাইরে থেকে বোমা রেখে গিয়েছে। বাড়ির সদস্য সখিনা বিবি বলেন, “অনেক জোরে বোমের শব্দ হয়েছে। আমরা ছুটে যাই। তারপর দেখি এমন বোমা বিস্ফোরণ।”

পাল্টা তৃণমূলের নেতাজী অঞ্চল সভাপতি বাকিবিল্লা ভাঙ্গি বলেন, “বাড়িতে বোমা মজুত করেছিল। নির্বাচনে কাজে লাগাবে বলে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।” সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।