Sonarpur: সেই এক ছবি! মাস্ক ছাড়াই দোকান-বাজারে ভিড়, কোথায় করোনা বিধি?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2021 | 9:34 AM

COVID-19: এইরকম পরিস্থিতি দেখে প্রশাসনের পক্ষ আগামীকাল একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sonarpur: সেই এক ছবি! মাস্ক ছাড়াই দোকান-বাজারে ভিড়, কোথায় করোনা বিধি?
সোনারপুরে উধাও করোনা বিধি

Follow Us

সোনারপুর: পুজোর পর থেকেই রাজ্য়ে বেড়েছে সংক্রমণ। প্রায় প্রতিদিনই বেড়েছে সংক্রমণের গ্রাফ। মৃতের সংখ্যাও বেড়েছে। তাই পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় সেই কারণে যথেষ্ঠ তৎপর হয়েছে প্রশাসন। একাধিক জেলায় ফের তৈরি হয়েছে কনটেইনমেন্ট জ়োন। এদিকে, সংক্রমণের চেন ভাঙতে রাজপুর -সোনারপুর (Rajpur-Sonarpur) এলাকায় তিনদিন বন্ধ রাখা হয়েছিল দোকান-পাট। কিন্তু আজ বাজার দোকান খুলতেই উধাও সেই চেনা ছবি।

রবিবার সকাল থেকেই দোকান বাজারে উপচে পড়েছে ভিড়। লোকজন বেরিয়ে পড়েছেন বাজারে। কারও মুখে মাস্ক রয়েছে। কারও আবার থুতনিতে ঝুলছে। কেউ-কেউ আবার না পরেই বাজারে চলে এসেছেন। এদিকে, উধাও সামাজিক দূরত্ববিধি। এইরকম পরিস্থিতি দেখে প্রশাসনের পক্ষ আগামীকাল একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ টি ওয়ার্ডে ঘোষণা করা হয়েছে মাইক্রোকনটেইনমেন্ট জ়োন (Micro Containment Zone)। পুরসভা সূত্রে খবর, ১, ৬, ২৯. ৩১, ৩২, ‍১১, ১২, ১৫, ১৬, ২৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় মাইক্রোকনটেইন মেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ পুরসভার বলে খবর সূত্রের। উত্‍সব শেষের পর থেকেই সোনারপুরের ওই এলাকাগুলিতে ক্রমেই বেড়েছে সংক্রমণ। যার ফলে ওই এলাকাগুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জ়োন (Micro Containment Zone) ঘোষণা করতে বাধ্য হয়েছে  প্রশাসন।

এই সমস্ত এলাকাগুলিতে কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য ওষুধের দোকান ও মুদির দোকান খোলা থাকবে। বাজার-দোকান খোলা যাবে না। চলবে না কোনও জমায়েত। বাইরের কোনও লোকও এলাকায় প্রবেশ করতে পারবেন না। এলাকায় পুলিশি টহলদারি চলবে।

ইতিমধ্যেই রাতের বিধিনিষেধে জোর দিয়েছে সোনারপুরের পুরপ্রশাসন। রাতে চলছে পুলিশি টহলদারি। সোনারপুর বাজার এলাকায় অভিযান চালানোর পর কোভিড বিধি না মানায় মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাস্ক ব্যবহার না করার জন্যই গ্রেফতার বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা। পাশাপাশি, গোটা এলাকাজুড়ে সতর্কতা মূলক প্রচার করেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব চক্রবর্তী।

রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন,  আবার রাতের বিধি-নিষেধ কার্যকরী করতে হবে। পুলিশকে সঙ্গে নিয়ে কড়াকড়িভাবে রাতের বিধি-নিষেধ কার্যকরী করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। এছাড়া ভ্যাকসিনেশন বাড়ানোর জন্য জেলাশাসকদের বিশেষ উদ্যোগ নিতে নির্দেশ দেন মুখ্যসচিব।

আরও পড়ুন: Rajib Banerjee: আজ ত্রিপুরায় অভিষেকের সভায় রাজীবের প্রত্যাবর্তনের সম্ভাবনা

Next Article