ISF vs TMC: শওকত মোল্লার পোস্টারে পোড়া মোবিল, ‘আমরা করিনি’, বলছে ISF
ISF vs TMC: অভিযোগ, বালিগাদা মোড়ে যে গেটটি বসানো হয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা সেটির উপর হামলা চালিয়েছে। লেপে দেওয়া হয়েছে পোড়া মোবিল। অনেক জায়গা থেকেই আবাস পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ক্যানিং: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার পোস্টারে কালি। একাধিক পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় শুরু জোর শোরগোল। শাসকদল তৃণমূলের তরফে এই অভিযোগ তোলা হলেও নওশাদ সিদ্দিকীর দলের তরফে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। আইএসএফ নেতাদের অভিযোগ তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করতেই এসব করছে তৃণমূলের লোকজন। পাল্টা তৃণমূল নেতাদের দাবি, পুলিশ না পারলে আমরা ব্যবস্থা নেব। অভিযোগ সামনে আসতেই এভাবেই চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে MLA কাপের জন্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার পোস্টার লাগানো একটি গেট তৈরি হয়েছিল। এমএলএ কাপের উদ্যোক্তারাই মূলত ওই গেট করেছিলেন। তবে শুধু ওই এলাকা নয়, ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভার যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সব জায়গাতেই এই গেট বসানো হয়েছে বলে খবর।
অভিযোগ, বালিগাদা মোড়ে যে গেটটি বসানো হয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা সেটির উপর হামলা চালিয়েছে। লেপে দেওয়া হয়েছে পোড়া মোবিল। অনেক জায়গা থেকেই আবাস পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্য়েই পুলিশের কাছে গোটা ঘটনার কথা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আইছান মোল্লা বলছেন, আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ না পারলে আমরা ব্যবস্থা নেব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, এটা আমাদের কালচার নয়। পুলিশ তদন্ত করুক। দোষী ধরা পড়লে সাজা দিক। অন্যদিকে শওকত বলছেন, আজ যাঁরা কালি ঝিটিয়েছে আগামীতে তাঁদের মুখে ভাঙড়ের মানুষ কালি ছিটিয়ে দেবে।