Jagdeep Dhankhar Hospitalized: মঞ্চে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন জগদীপ ধনখড়

Jagdeep Dhankhar Hospitalized:

Jagdeep Dhankhar Hospitalized: মঞ্চে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন জগদীপ ধনখড়
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 25, 2025 | 9:24 PM

নয়া দিল্লি: ফের অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। বুধবার নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে বুকে ব্যথা নিয়ে অনেক দিন হাসপাতালে ভর্তি ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

জানা গিয়েছে, নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে এ দিন স্বর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুষ্ঠানের পর মঞ্চ থেকে নেমে আসেন ধনখড়। সেই সময় বিশিষ্ট আসনে বসেছিলেন প্রাক্তন সাংসদ ও উত্তরাখন্ড হাইকোর্টের আইনজীবী মহেন্দ্র সিংপাল। দু’জনের কথা বলার মাঝেই অসুস্থ হয়ে পড়েন উপরাষ্ট্রপতি।

এরপর মহেন্দ্র সিং পালের কাঁধে হাত দিয়ে অবশেষে দ্রুত অনুষ্ঠান ছাড়েন তিনি।
দ্রুত মেডিক্যাল টিম তাঁকে সেবা করতে শুরু করেন। খানিক সুস্থ হলেই তাঁকে নিয়ে যাওয়া হয় রাজভবনে। সেখানে রাতে থাকবেন ধনখড়। আপাতত চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিয়াত্তর বছর বয়সী উপরাষ্ট্রপতি। ব্যথা বাড়লে, রাত দুটো নাগাদ তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি থাকেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় দেখা করেন তাঁর সঙ্গে। আজ ফের অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি।