Joynagar: ডোবায় ভেসে উঠল তিন-তিনটে থেঁতলে যাওয়া লাশ, বর্ষশেষের রাতে অলক্ষ্যেই যা ঘটে গেল , টেরই পেলেন না কেউ
Joynagar: প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। থেঁতলে যায় চোখ-মুখ।
দক্ষিণ ২৪ পরগনা: রাতে প্রচণ্ড জোরে ঝুপ করে কিছু পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন গ্রামবাসীরা। রাতের ঠান্ডায় তাঁরা কেউই আর বাইরে বেড়িয়ে দেখতে আসেননি। পরে সকালে ডোবার মধ্যে তিন-তিনটে দেহ ভেসে থাকতে দেখেন। শরীরে রক্ত জমাট বেঁধে, থেঁতলে গিয়েছে চোখ-নাক-মুখ। দৃশ্য দেখে প্রথমে শিউরে ওঠেন গ্রামবাসীরা। প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো দেহ ফেলে গিয়েছে ডোবায়। কিন্তু কিছুটা দূরেই গাছের গোড়ায় একটা বাইক পড়ে থাকতে দেখেন। তখনই বিষয়টা পরিষ্কার হয়। বছরের প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার দাড়া-ব্যাটরা রাস্তায়।
বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে তিনটি দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশ্ব নস্কর (২৩), রাজকুমার হালদার (২৭), গোপেশ্বর হালদার (২৬)। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। থেঁতলে যায় চোখ-মুখ। তারপর ডোবায় পড়ে যান তিন জনই। মদ্যপ থাকায় সাঁতরেও উঠতে পারে না। ওই অবস্থাতেই ডোবায় ডুবে মৃত্যু হয় তিন জনের। বৃহস্পতিবার সকালে দেহগুলি ডোবায় ভেসে ওঠে। পুলিশ জানিয়েছে, মৃত তিন জনেরই মাথায় হেলমেট ছিল না। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গ্রামবাসীরা।