Kultali: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ‘খুন’, খাল থেকে উদ্ধার দেহ

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 14, 2024 | 12:16 AM

Kultali: বুধবার সকালে কুলতলির পয়তারহাটে কাকড়ার খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল অশ্বিনীকে।

Kultali: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, খাল থেকে উদ্ধার দেহ
খাল থেকে দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কুলতলি: বাড়ির অদূরে খাল থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলিতে। পরিবারের দাবি তাঁকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বকুলতলা থানার খড়িবাড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশ্বিনী বাগ(৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কুলতলির পয়তারহাটে কাকড়ার খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল অশ্বিনীকে। তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান মিলছিল না। রাতেও বাড়ি ফেরেননি।

সকালে বাড়ির লোকজন খবর পায় কাঁকড়ার খালে তাঁর দেহ ভাসছে। কুলতলি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। বাড়ির লোকের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে খুন করে  খালে ফেলে দেওয়া হয়েছে।

মৃতের পরিবারের এক সদস্য বলেন, “আমরা কোনও কিছু বুঝতেই পারছি না কী হল। কারণ ওর সঙ্গে কারোর সেরকম কোনও শত্রুতাই ছিল না। আমরা তাই কারোর ওপর সন্দেহও প্রকাশ করতে পারছি না।” গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ।

Next Article