Kultali: সাঁতরে চলে এল লোকালয়ে, আবার কুলতলিতে বাঘের আতঙ্ক

Kultali: সোমবার এলাকার মানুষের নজরে আসে যে শ্মশান-সহ একাধিক জায়গায় বাঘের  পায়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। কাদা মাটিতে টাটকা সেই পায়ের ছাপ। স্বাভাবিক ভাবেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Kultali: সাঁতরে চলে এল লোকালয়ে, আবার কুলতলিতে বাঘের আতঙ্ক
বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্কImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2025 | 4:03 PM

দক্ষিণ ২৪ পরগনা: আবারও কুলতলিতে বাঘের আতঙ্ক। কুলতলিতে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ বনকর্মীরা। শুক্রবারের পর আবারও লোকালয়ে বাঘের পায়ের ছাপকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কুলতলির মইপীঠ উপকূল থানার উত্তর বৈকুন্ঠপুর এলাকায়।

সোমবার এলাকার মানুষের নজরে আসে যে শ্মশান-সহ একাধিক জায়গায় বাঘের  পায়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। কাদা মাটিতে টাটকা সেই পায়ের ছাপ। স্বাভাবিক ভাবেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় মৈপীঠ উপকূল থানার পুলিশ। খবর পেয়ে ততক্ষণে পৌঁছে যান  বনদফতরের কর্মীরাও।

ঘটরাস্থলে যান মইপীঠ -বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না শী।পায়ের ছাপ অনুসরণ করেই বাঘের অবস্থান জানার কাজ চালানো হচ্ছে। বনকর্মীরাই জানাচ্ছেন, আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী সাঁতরে চলে আসছে ওই এলাকায়।  শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হরিয়াখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে একেবারে বাঘের সামনে পড়ে অসুস্থ হয়ে পড়েছিল অনুপম গিরি নামে স্থানীয় এক যুবক। বাঘ ঘনঘন ওই এলাকায় আসায় মানুষজন তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে।