Canning: বালাপোশ বিক্রি করতে এসে পাড়ার মস্তানদের খোঁজ, ফেরিওয়ালকে বেঁধে রেখে পুলিশে গেল খবর

Abhigyan Naskar | Edited By: জয়দীপ দাস

Nov 26, 2023 | 12:38 PM

Canning: মাস পাঁচেক আগে নানু গাজি নামে এলাকার এক ব্যক্তি খুন হয়েছিলেন। যা নিয়েও এলাকায় বিস্তর শোরগোল হয়েছিল। এখনও কাটেনি আতঙ্কের রেশ। এরইমধ্যে ফেরিওয়ালার সন্দেহজনক গতিবিধিতে উদ্বেগ আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। খবর গিয়েছে পুলিশে।

Canning: বালাপোশ বিক্রি করতে এসে পাড়ার মস্তানদের খোঁজ, ফেরিওয়ালকে বেঁধে রেখে পুলিশে গেল খবর
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ক্যানিং: ক্যানিংয়ের গ্রামে ফেরি করতে এসে মস্তানের খোঁজ ফেরিওয়ালার। আতঙ্কিত গ্রামবাসীরা বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখলেন সন্দেহভাজন ওই ফেরিওয়ালাকে। শীত পড়তেই এখন পাড়া গাঁয়ে বালাপোশ ফেরি করতে দেখা যায় বহু ফেরিওয়ালাকেই। সূত্রের খবর, তেমনই এক ফেরিওয়ালা এদিন গিয়েছিলেন ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গাজি পাড়ায়। শনিবার গ্রামে বালাপো, নিয়ে মোটরসাইকেলে চেপে ফেরি করতে আসেন ওই যুবক। সেই সময় পাড়ার রাস্তায় ঘোরাফেরা করছিল কয়েকজন গৃহবধূ ও শিশু। সূত্রের খবর, আচমকাই ওই ফেরিওয়ালা মহিলাদেরকে এলাকার মস্তানদের নাম ঠিকানা জানতে চান। আর তাতেই হকচকিয়ে যান স্থানীয় ওই গৃহবধূরা। সঙ্গে সঙ্গে তাঁরা পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে আনেন।

এলাকার লোকজনই লাগাতার প্রশ্ন শুরু করেন ওই যুবককে। কোথা থেকে এসেছে, কেন এসেছে এসবই জিজ্ঞেস করা হয়। স্থানীয়দের দাবি, যুবকের কথা বেশ সন্দেহজনক। নাম শামসুল খাঁ।বাড়ি ক্যানিং ২ নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার কালিবাড়ি এলাকায়। কেন সে এলাকায় এসে বালাবোশ ফেরি করার বদলে দুষ্কৃতীদের নাম-ধাম জিজ্ঞেস করছিল তার কোনও সদুত্তর দিতে পারেনি। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

এদিকে মাস পাঁচেক আগে নানু গাজি নামে এলাকার এক ব্যক্তি খুন হয়েছিলেন। যা নিয়েও এলাকায় বিস্তর শোরগোল হয়েছিল। এখনও কাটেনি আতঙ্কের রেশ। এরইমধ্যে ফেরিওয়ালার সন্দেহজনক গতিবিধিতে উদ্বেগ আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। খবর গিয়েছে পুলিশে। এলাকায় আসে ক্যানিং থানার পুলিশ। আটক করা হয়েছে ওই ফেরিওয়ালাকে। চলছে জিজ্ঞাসাবাদ। 

Next Article