Basirhat: শাশুড়ি-বৌমার একই নাম, ভোট দিতে না দেওয়ায় কেঁদে ভাসালেন মহিলা

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 01, 2024 | 11:06 PM

Basirhat: শাশুড়ির সিরিয়াল নম্বর ৬৪৮, বৌমার সিরিয়াল নম্বর ৬৫০। শনিবার শেষ দফায় ভোট ছিল বসিরহাটে। সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন বৌমা সালেয়া বিবি। বিকালের দিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে শাশুড়ি সালেয়া গাজি যান ভোট দিতে।

Basirhat: শাশুড়ি-বৌমার একই নাম, ভোট দিতে না দেওয়ায় কেঁদে ভাসালেন মহিলা
কান্নায় ভেঙে পড়েন শাশুড়ি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বসিরহাট: শাশুড়ি ও বৌমার একই নাম। আর সে কারণেই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ তুললেন বসিরহাটের এক ভোটার। অভিযোগ, শাশুড়ি ও বৌমার নাম এক হওয়ায় শাশুড়িকে ভোট দিতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। নাম এক কিন্তু পদবি আলাদা। তারপরও কেন্দ্রীয় বাহিনী শাশুড়িকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ। এমনকী খারাপ ব্যবহারও করে বলে অভিযোগ সালেয়া বিবি ও সালেয়া বিবি শেখ।

বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৭১ নম্বর বুথ। সেখানকার একই বাড়ির দুই ভোটারের নাম সালেয়া। তবে ভোটার কার্ডে একজনের পদবির জায়গায় বিবি, আরেকজনের বিবি শেখ লেখা।

শাশুড়ির নাম সালেয়া বিবি শেখ (৬৪)। সিরিয়াল নম্বর ৬৪৮, বৌমার নাম সালেয়া বিবি (৪৮) সিরিয়াল নম্বর ৬৫০। শনিবার শেষ দফায় ভোট ছিল বসিরহাটে। সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন বৌমা সালেয়া বিবি। বিকালের দিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে শাশুড়ি সালেয়া গাজি যান ভোট দিতে।

অভিযোগ, তাঁর ভোটার কার্ড দেখে বৌমার সঙ্গে নামের মিল থাকায় তাঁকে ভোট দিতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। বহুক্ষণ বসিয়ে রাখলেও ভোট দিতে দেওয়া হয়নি। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে রীতিমতো কান্নাকাটি শুরু করেন তিনি।

Next Article
Pratikur Rahaman: ‘আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি, জানি…’, ভোট শেষে কী বললেন প্রতীক-উর?
Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা!