
কুলতলি: কখনও বাঘের হামলায় প্রাণ যায়, কখনও কুমিরে টেনে নিয়ে যায়। কখনও বা প্রাকৃতিক ঝঞ্ঝার দাপটে ভেঙে চুরে যায় ঘর বাড়ি। বরাবরই সুন্দরবন থেকে এমন খবর সামনে আসে। কিন্তু এবার একটা মন ভাল করা খবর এল প্রকাশ্যে। সেখানে এক দর্জি জিতলেন লটারি। পেলেন এক কোটি টাকা।
জানা গিয়েছে, কুলতলির এক নম্বর মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার কেওড়ামাটাল গ্রামের বাসিন্দা মুজিবর শেখ। পেশায় তিনি দর্জি। বুধবার সন্ধেয় তিনি লটারির টিকিট কাটেন। অল্প সময় পরেই খুলে যায় ভাগ্যের দরজা। জানতে পারেন প্রথম পুরষ্কারটিই তাঁর। ১ কোটি টাকা জিতেছেন তিনি। এতেই দারুণ উৎফুল্ল হয়ে পড়েন মুজিবর ও তাঁর পরিবার।
এ দিকে মুজিবর লটারি জিততেই পাড়া পড়শিও ভিড় জমায় তাঁদের বাড়ির সামনে। খবর পেয়ে লটারি জয়ী মুজিবরের বাড়িতে রাতে যায় কুলতলি থানার পুলিশ। রাতে ওই এলাকায় নিরাপত্তা হীনতার আশঙ্কায় মুজিবর শেখ পুলিশের গাড়িতে করেই পৌঁছে যায় কুলতলি থানায়। মুজিবর বলেন, “আমি বাজার থেকে টিকিট কেটেছিলাম। মাঝে মাঝেই আমি টিকিট কাটি। ১৫০ টাকার টিকিট কেটেই ১ লক্ষ টাকা পেয়েছি।”