Vande Bharat: ‘বিহারের মানুষের ক্ষোভ থাকতে পারে’, ‘বন্দে ভারত’ বিতর্কে সুর চড়ালেন মমতাও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 05, 2023 | 2:19 PM

Vande Bharat: মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কারশেডে ট্রেন ঢোকার সময় পাথর ছোড়া হয়। রেলের প্রকাশ করা ছবিতে সেই পাথর ছোড়ার ছবি স্পষ্টভাবে দেখা গিয়েছে।

Vande Bharat: বিহারের মানুষের ক্ষোভ থাকতে পারে, বন্দে ভারত বিতর্কে সুর চড়ালেন মমতাও

Follow Us

গঙ্গা সাগর: গত দুদিন ধরে পরপর ‘বন্দে ভারত এক্সপ্রেসে’ (Vande Bharat Express) হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেসে’র সেই হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই পাথর ছোড়ার ঘটনা বিহারের মাটিতে ঘটেছে বলে দাবি করা হয়েছে রেলের তরফে। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করলেন, এই ঘটনায় বাংলাকে বদনাম করার চেষ্টা হয়েছে।

মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কারশেডে ট্রেন ঢোকার সময় পাথর ছোড়া হয়। রেলের প্রকাশ করা ছবিতে সেই পাথর ছোড়ার ছবি স্পষ্টভাবে দেখা গিয়েছে। সোমবারও পাথর ছোড়া হয় বন্দে ভারতে। পরপর এই দুই ঘটনায় সরব হয় বিজেপি। যারা পাথর ছুড়েছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে রেল। তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী দাবি করেছেন, প্রাথমিকভাবে ফুটেজে জায়গাটি দেখে মনে করা হচ্ছে, ঘটনাটি বিহারে ঘটেছে।

বৃহস্পতিবার রেল এমন দাবি করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে বদনাম করা হচ্ছে। এই ঘটনার নিন্দা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, বিহারের মানুষের ‘বন্দে ভারত’ নিয়ে ক্ষোভ থাকতেই পারে। বিজেপি ক্ষমতায় নেই বলে বিহারের মানুষ কেন ‘বন্দে ভারত’ পাবে না, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সাংসদ শান্তনু সেনও দাবি করেছেন, বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে। উত্তরপ্রদেশে তিনবার বন্দে ভারতে হামলা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তবে সিপিআরও একলব্য চক্রবর্তী আশ্বস্ত করে বলেছেন,  ‘যাত্রীরা কোনওভাবেই উদ্বিগ্ন হবেন না। যাত্রীদের কোনও অসুবিধা হবে না। তবে ট্রেনকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এটা নতুন কিছু নয়। যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও বিষয় নয়।’

Next Article