Extra Marital Affair: ছিল পরকীয়া সম্পর্ক, হঠাৎ রাতে ময়নার পেটে গুলি চালাল এলাকার প্রভাবশালী ভোলা

Abhigyan Naskar | Edited By: অংশুমান গোস্বামী

Dec 01, 2023 | 11:14 AM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চালনায় অভিযুক্ত ব্যক্তির নাম ভোলা প্রসাদ। তিনি এলাকায় বেশ প্রভাবশালী বলে পরিচিত। গুলিবিদ্ধ হওয়া যুবতীর নাম ময়না ঢালি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ময়নার সঙ্গে ভোলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বয়সের বিস্তর ফারাক থাকলেও স্বামী-স্ত্রীর মতোই থাকতেন তাঁরা। যদিও তাঁদের বিয়ে হয়নি বলে জানিয়েছেন ময়নার জামাইবাবু।

Extra Marital Affair: ছিল পরকীয়া সম্পর্ক, হঠাৎ রাতে ময়নার পেটে গুলি চালাল এলাকার প্রভাবশালী ভোলা
ময়না ও ভোলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ক্যানিং: কমবয়সী যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল মধ্যবয়সী এক ব্যক্তির। ওই ব্যক্তি বিবাহিত। কিন্তু ওই যুবতীর সঙ্গে প্রায়শই তিনি থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ওই যুবতীর সঙ্গেই ছিলেন তিনি। সে সময় তাঁদের মধ্যে বচসা হয়। এর পরই আগ্নেয়াস্ত্র বের করে যুবতীর পেটে গুলি চালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মিঠাখালিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চালনায় অভিযুক্ত ব্যক্তির নাম ভোলা প্রসাদ। তিনি এলাকায় বেশ প্রভাবশালী বলে পরিচিত। সেই সুবাদে শাসকদলের রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। গুলিবিদ্ধ হওয়া যুবতীর নাম ময়না ঢালি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ময়নার সঙ্গে ভোলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বয়সের বিস্তর ফারাক থাকলেও স্বামী-স্ত্রীর মতোই থাকতেন তাঁরা। যদিও তাঁদের বিয়ে হয়নি বলে জানিয়েছেন ময়নার জামাইবাবু। এ বিষয়ে গুলিবিদ্ধ যুবতীর জামাইবাবু ওয়াকার ইউনুস বলেছেন, “যার গুলি লেগেছে সে আমার শ্যালিকা ছিল। ওদের বিয়ে হয়নি। কিন্তু বিবাহিতের মতোই থাকত। ওদের মধ্যে সব বিষয় আমি জানি না। কাল পেটে গুলি চালিয়েছে শুনলাম। হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বৃহস্পতিবার রাতে ভোলা প্রসাদ গুলি চালানোর পর রক্তাক্ত অবস্থায় যুবতীকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখান অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article