Basanti: বৌদির কাটামুন্ডু হাতে হেঁটে চলেছে… এক হাতে কাটারি, সাত সকালে হাড়হিম করা দৃশ্য বাসন্তীতে

Basanti: শনিবার সকালে ওই যুবককে দেখা গেল রাস্তায়। হাতে মহিলার কাটা মুণ্ডু। দৃশ্য দেখেই চোখ কপালে স্থানীয় বাসিন্দাদের।

Basanti: বৌদির কাটামুন্ডু হাতে হেঁটে চলেছে... এক হাতে কাটারি, সাত সকালে হাড়হিম করা দৃশ্য বাসন্তীতে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 31, 2025 | 12:22 PM

বাসন্তী: চোখে-মুখে কোনও আতঙ্ক নেই। কোনও তাপ-উত্তাপ নেই। নির্দ্বিধায় হেঁটে চলেছেন এক যুবক। হাতে কাটা মুণ্ডু। ঝরছে কাঁচা রক্ত। সাত সকালে এমন দৃশ্য দেখে শিউরে উঠলেন বাসন্তীর বাসিন্দারা। শনিবার সকালে এমনই হাড়হিম করা দৃশ্য দেখল সেখানকার মানুষ।

দক্ষিণ ২৪ পরগনার ৬ নম্বর ভরতগড়ের ঘটনা। শনিবার সকালে এক যুবককে কাটামুন্ডু হাতে নির্লিপ্তভাবে হেঁটে যেতে দেখা যায় রাস্তা দিয়ে। তাঁকে দেখে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। কিন্তু তাতেও তাঁর কোনও হেলদোল নেই। তিনি সোজা থানার দিকে হেঁটে চলে যান। বাসন্তী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম বিমল মণ্ডল।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই যুবকের হাতে যে মহিলার মুণ্ডু দেখা যাচ্ছে, তিনি সম্পর্কে যুবকের বৌদি। অভিযুক্তের নাম, পরিচয় জানা যায়নি এখনও। মনে করা হচ্ছে, চপার দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুণ্ডু আলাদা করে ফেলেন যুবক। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়েই সোজা থানায় চলে যান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমপাড়া নিয়ে বৌদির সঙ্গে বচসা হওয়ায় এই ঘটনা। মৃতার নাম সখী মণ্ডল।

গত বছর পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও দেখা গিয়েছিল একই রকম ঘটনা। এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে খুন করে, দেহ থেকে মাথা আলাদা করে হাঁটছিলেন রাস্তায়। পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এছাড়াও বাসন্তীর ঘটনা উস্কে দিচ্ছে নাদিয়ালের স্মৃতি। বেশ কয়েক বছর আগে কলকাতার নাদিয়ালে এভাবেই এক যুবককে বোনের কাটা মুণ্ডু হাতে হেঁটে যেতে দেখা গিয়েছিল। পরে জানা যায়, অনার কিলিং হিসেবে নিজের বোনকে হত্যা করেছিলেন ওই যুবক।