দক্ষিণ ২৪ পরগনা: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, কেরলে কাজে গিয়েছিলেন সাগরের শেখ জামাল (৫১)। সেখানে ছাদ থেকে পড়ে মারা যান তিনি। সাগরের খান সাহেব আবাদের বাসিন্দা ছিলেন শেখ জামাল। কেরলের থ্যালাসেরি এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত সোমবার সকালে সেখানেই কাজ করার সময় ছাদ থেকে পড়ে জামালের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। তবে মৃতদেহ এখনও এসে পৌঁছয়নি। বৃহস্পতিবার কফিনবন্দি দেহ পৌঁছবে বাড়িতে।
পরিবার সূত্রে খবর, বছরখানেক আগে বড় ছেলেকে সঙ্গে নিয়ে কেরলে কাজ করতে গিয়েছিলেন জামাল। সঙ্গে এলাকার আরও কয়েকজন গিয়েছিলেন। অভাবের সংসারে পেটের টানেই বাড়ি ছাড়তে হয়েছিল জামালকে। বড় ছেলে বাবার সঙ্গে গেলেও বাড়িতে আছেন স্ত্রী ও ছোট ছেলে। জামালের ভাই শেখ রবিউল বলেন, “এখানে কাজের অভাব। অতগুলো মানুষের খাবার। কিছু তো করতে হবে। তাই দাদা বাইরে কাজে গিয়েছিল। সেখানেই ছাদ থেকে পড়ে মারা গেল।”
কিছুদিন আগেই সাগরের আরেক শ্রমিক মারা যান গুজরাটে কাজে গিয়ে। সুরাটের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন তিনি। সেখানেই মারা যান। কিছুদিন আগে মিজোরামে গিয়ে মালদহের ২৩ জন শ্রমিক মারা যান। তাঁরাও পরিযায়ী শ্রমিক ছিলেন। এই পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এ রাজ্যে চাকরি নেই, অভিযোগ তুলে সোচ্চার বিজেপি। যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, এ রাজ্যের ছেলেরা খুব ভাল কাজ করেন। সে কারণেই অনেকে তাঁদের নিয়ে যান। বেশি টাকার জন্য ভিন রাজ্যে গিয়ে কাজ করেন। তবে সেখানে সুরক্ষা থাকে না।