Minakha Blast: মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাইও

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 18, 2022 | 1:01 PM

Minakha Blast: ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। মূল অভিযুক্ত আবুল হোসেন গায়েনের ভাই আবুল সাত্তারকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মিনাখাঁ থানার পুলিশ।

Minakha Blast: মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাইও
মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: মিনাখাঁ বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও এক। এই ঘটনায় মূল অভিযুক্তকে জেরা করে তাঁর ভাইকেও গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের মিনাখাঁ থানার চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনায় তৃণমূলের সক্রিয় কর্মী আবুল হোসেন গায়েনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জেরা করে তাঁর ভাই আবুল সাত্তার গায়েনকে শুক্রবার ভোররাতে মিনাখাঁ এলাকা থেকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। মূল অভিযুক্ত আবুল হোসেন গায়েনের ভাই আবুল সাত্তারকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মিনাখাঁ থানার পুলিশ।

মিনাখাঁয় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে আট বছরের শিশুকন্যা ঝুমা খাতুনের। ভাগ্নীর মৃত্যুতে গ্রেফতার বাড়ির মালিক তথা তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েন। শোনা যাচ্ছে, এই প্রথম নয়, এর আগে অস্ত্র, বারুদের কারবারে গ্রেফতার হয় আবুল হোসেন । তাঁর বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল অস্ত্র। রাজনৈতিক হিংসায় একাধিক বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সন্ত্রাস তৈরির জন্য বাড়িতে বোমা মজুত করেছিলেন আবুল হোসেন? কিন্তু তার খেসারত দিতে হয়েছে পাঁচ বছরের শিশুকন্যাকেই। ঘটনার পর কেটে গিয়েছে দু’দিন। এখনও আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পুলিশি আনাগোনা চলছে। গ্রামে চলছে তল্লাশি। আর কোথাও অস্ত্র, বোমা মজুত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article