
মিনাখাঁ: জেরক্স সেন্টারের আড়ালে জাল আধার কার্ড তৈরির চক্র। ২ জনকে গ্রেফতার করার পাশাপাশি একটি ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন-সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাকিবিল্লাহ গাজী ও আব্দুল মাতিন।
পুলিশ গোপন সূত্রে খবর, বকচরা বাজারে আমিনিয়া জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগ ওঠে। গোপন সূত্রে সে খবর আসে মিনাখাঁ থানার পুলিশের কাছে। মিনাখাঁর পুলিশ ওই জেরক্স সেন্টারের মালিক বাকিবিল্লা গাজী ও আব্দুল মাতিন নামে দুইজনকে গ্রেফতার করেছে।
ওই জেরক্স সেন্টার থেকে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আধার কার্ডের জন্য চোখের ছবি তোলার বিশেষ মেশিন-সহ আধার কার্ড তৈরি করার বিভিন্ন ধরনের জিনিসপত্র ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করা হত, সেই ঘটনায় পুলিশ তাদেরকে গতকাল আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে।
এমনিতেই দেশের নাগরিকত্ব সুনিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই বাংলাতে হতে পারে SIR। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও এহেন ধরনের চক্রের হদিশ মেলায় উদ্বেগে প্রশাসনও।