ডায়মন্ড হারবার: নিম্নচাপের জেরে দুর্যোগের মধ্যেই বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর উপর মিনি টর্নেডো দেখা গেল। নিম্নচাপের জেরে এদিন সকাল থেকে মেঘে ঢেকেছিল আকাশ ছিল আকাশ। দিনভর কখনও ভারি বৃষ্টি ও কখনো হালকা বৃষ্টি চলছিল। এরমধ্যে বিকেলে নাগাদ হুগলি নদীর উপর কালো মেঘ দলা পাকাতে শুরু। যা দেখতে ছিল একেবারে হাতির সুড়ের মত!
নদীর উপর থেকে যেন দলাপাকানো কালো মেঘ আকাশের দিকে উঠছে। তীব্র জলোচ্ছ্বাস। আচমকা টর্নেডোর জেরে ভারি বৃষ্টিপাত শুরু হয় ডায়মন্ড হারবার জুড়ে। এই মিনি টর্নেডো স্থায়ী হয় প্রায় ১০ থেকে ১৫ মিনিট।
আবহবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যেই বুধবার বিকেলে ডায়মন্ড হারবার হুগলি নদীতে মিনি টর্নেডো দেখা গিয়েছে। তা দেখতে ভিড় জমান অনেকেই। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে এমন মিনি টর্নেডো দেখা গিয়েছে। ফের দক্ষিণ ২৪ পরগনায় দেখা গেল মিনি টর্নেডো। এর আগে সাগরদ্বীপে দেখা গিয়েছিন মিনি টর্নেডো। এবার তা দেখা গেল ডায়মন্ড হারবারে, হুগলি নদীতে।
মিনি টর্নেডোর প্রভাবে প্রায় ১০ মিটার পর্যন্ত উচ্চতায় জল উঠে যায়। মিনিট পনেরো স্থায়ী ছিল ওই মিনি টর্নেডো। তবে তা চক্কর কেটেছে নদীর উপরেই। পাড়ের দিকে আসেনি। মিনি টর্নেডোর জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরাও। আরও পড়ুন: বলিউডের নন, বঙ্গের ‘প্যাডম্যান’ চন্দননগরের সুমন্ত স্যর, মহিলাদের ভরসার নাম ‘ভূ-সংকল্প’
ডায়মন্ড হারবার: নিম্নচাপের জেরে দুর্যোগের মধ্যেই বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর উপর মিনি টর্নেডো দেখা গেল। নিম্নচাপের জেরে এদিন সকাল থেকে মেঘে ঢেকেছিল আকাশ ছিল আকাশ। দিনভর কখনও ভারি বৃষ্টি ও কখনো হালকা বৃষ্টি চলছিল। এরমধ্যে বিকেলে নাগাদ হুগলি নদীর উপর কালো মেঘ দলা পাকাতে শুরু। যা দেখতে ছিল একেবারে হাতির সুড়ের মত!
নদীর উপর থেকে যেন দলাপাকানো কালো মেঘ আকাশের দিকে উঠছে। তীব্র জলোচ্ছ্বাস। আচমকা টর্নেডোর জেরে ভারি বৃষ্টিপাত শুরু হয় ডায়মন্ড হারবার জুড়ে। এই মিনি টর্নেডো স্থায়ী হয় প্রায় ১০ থেকে ১৫ মিনিট।
আবহবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যেই বুধবার বিকেলে ডায়মন্ড হারবার হুগলি নদীতে মিনি টর্নেডো দেখা গিয়েছে। তা দেখতে ভিড় জমান অনেকেই। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে এমন মিনি টর্নেডো দেখা গিয়েছে। ফের দক্ষিণ ২৪ পরগনায় দেখা গেল মিনি টর্নেডো। এর আগে সাগরদ্বীপে দেখা গিয়েছিন মিনি টর্নেডো। এবার তা দেখা গেল ডায়মন্ড হারবারে, হুগলি নদীতে।
মিনি টর্নেডোর প্রভাবে প্রায় ১০ মিটার পর্যন্ত উচ্চতায় জল উঠে যায়। মিনিট পনেরো স্থায়ী ছিল ওই মিনি টর্নেডো। তবে তা চক্কর কেটেছে নদীর উপরেই। পাড়ের দিকে আসেনি। মিনি টর্নেডোর জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরাও। আরও পড়ুন: বলিউডের নন, বঙ্গের ‘প্যাডম্যান’ চন্দননগরের সুমন্ত স্যর, মহিলাদের ভরসার নাম ‘ভূ-সংকল্প’