Bankim Chandra Hazra: বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী! বেরতেই হাতেনাতে ধরল তৃণমূল কর্মীরা

Protest Against Bankim Chandra Hazra: ঘটনা শনিবার বিকালের। সেদিন নামখানায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তবে সেই উদ্বোধনের আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক নেতার বাড়িতে ঢুঁ মারেন মন্ত্রী। যা ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মনে।

Bankim Chandra Hazra: বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী! বেরতেই হাতেনাতে ধরল তৃণমূল কর্মীরা
কনভয় ফেলে ছুট Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jan 06, 2026 | 12:20 PM

নামখানা: গিয়েছিলেন কনভয় নিয়ে। কিন্তু ফিরলেন বাইকে। বরাবরের মতো নামখানায় গিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার। বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মীরাই। উড়ে এল প্রশ্নবাণ। অগত্য়া পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই অন্য এক তৃণমূল কর্মীর বাইক চেপে এলাকা ছাড়লেন সাগরের বিধায়ক।

কী ঘটেছিল?

ঘটনা শনিবার বিকালের। সেদিন নামখানায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তবে সেই উদ্বোধনের আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক নেতার বাড়িতে ঢুঁ মারেন মন্ত্রী। যা ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মনে। সূত্রের খবর, শনিবার বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা। গোটা ব্য়াপারটা চুপিসারেই হয়তো মেটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। বিজেপি নেতার বাড়ি থেকে বেরতেই রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, যে ‘দলবদলকারী’ নেতার ‘মিথ্যা মামলার’ দাপটে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা একেবারে জর্জরিত হয়ে রয়েছে, সেই বিজেপি নেতাকে পুনরায় তৃণমূলে জায়গা করে দেওয়া হলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। পাশাপাশি, নির্বাচন যখন দোরগোড়ায় সেই সময় দলের নীচু তলার কর্মীদের মনোবল শেষ হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে সরাসরি সংবাদমাধ্য়মের সামনে কোনও তৃণমূল নেতা-কর্মী মুখ খুলতে নারাজ।

অবশ্য সুন্দরবনমন্ত্রী যে তাঁর বাড়িতে এসেছিলেন, সেই কথা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বীরেন গিরি স্বীকার করে নিয়েছেন। এদিন তিনি বলেন, ‘আমার বাড়িতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এসেছিলেন। তিনি আমাকে তৃণমূলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। আমি জানিয়েছি আমার অনুগত কর্মীদের সঙ্গে আলোচনা করে জানাতে পারি।’ অবশ্য রাজ্যের মন্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এহেন অস্বস্তিতে মাইলেজ পেয়েছে বিজেপি। এদিন স্থানীয় বিজেপি নেতা বিপ্লব নায়েক বলেন, ‘মন্ত্রী মশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। কিন্তু নিজের দলের কর্মীদের কাছে তাড়া খেয়ে কনভয় ফেলে বাইক চেপে পালালেন। নিজে যেমনটা সাগরে করতেন, আজ ওনার সঙ্গে ঠিক সেটাই হল।’