Minor Harassment: কুলের লোভ দেখিয়ে বছর সাতের শিশুকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে

Bhagar: শনিবার এগারোটা নাগাদ বাড়ির পাশেই শিশুটি তাঁর দুই বাল্যবন্ধুর সঙ্গে খেলা করছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক শিশুটির দুই বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

Minor Harassment: কুলের লোভ দেখিয়ে বছর সাতের শিশুকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে
প্রতীকী ছবি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2023 | 5:57 PM

ভাঙড়: বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল বছর সাতের শিশু। সেই সময় বছর তেরোর এক নাবালকের যৌন লালসার শিকার হয় বলে অভিযোগ। কুল দেওয়ার নাম করে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই কিশোরের বিরুদ্ধে। ভাঙড়ের ঘটনা।

শনিবার এগারোটা নাগাদ বাড়ির পাশেই শিশুটি তাঁর দুই বাল্যবন্ধুর সঙ্গে খেলা করছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক শিশুটির দুই বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শিশুটির একা থাকার সুযোগ নিয়ে তাকে কুল দেওয়ার নাম করে পাশের মাঠে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরে সঙ্গী দুই শিশু মাঠে গিয়ে অসংলগ্ন অবস্থায় নাবালককে দেখে চিৎকার চেঁচামেচি করে। তখনই নাবালক যুবক পালায়। শিশুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে দুই বাল্যবন্ধু। বাড়িতে বিষয়টি জানানোর পর ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। আগামিকাল আদালতে তোলা হবে। এর আগে ওই নাবালকের বিরুদ্ধে একাধিকবার এমন ঘটনা ঘটানোর অভিযোগ আছে বলে স্থানীয় সূত্রে খবর।

এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, “বাচ্চাগুলো খেলা করছিল। সেই সময় পাশের বাড়ির ছেলেটা এল। এসে বড়-বড় কুলের লোভ দেখিয়ে মাঠে নিয়ে গেছে। ওর সঙ্গে থাকা বাকি দুটো বাচ্চা ওদের ফলো করছিল। এরপর যখন ছেলেটা মেয়েটার সঙ্গে খারাপ কাজ করছে তখন ছেলে দুটো সামনে এসে দাঁড়ায়। তখন অভিযুক্ত যুবক পালায়। এখন আমার মেয়েটা অসুস্থ। কান্নাকাটি করছে। ওকে এখন ডাক্তারকে দেখিয়েছি। ওর শরীর জ্বালা করছে বলছে।”