
নরেন্দ্রপুর: অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী। দু’জনেই অষ্টম শ্রেণীতে পড়ে। অভিযোগ, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে দুই যুবক বাইকে করে নিয়ে যায়। প্রথমে সাহাপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারেজে নিয়ে যায় ৷ পরে সেখান থেকে আরেক যুবক তাদের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এরপর আরও একটি ছেলে এসে তাদের সঙ্গে যোগ দেয়।
এরপর সকলে মিলে এক বন্ধুর ভাড়া বাড়িতে যায়। সেখানেই চারজন মিলে এক ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অন্যজনের শারীরিক অসুস্থতার জন্য তাকে উলঙ্গ করে ভিডিয়ো তোলা হয় বলে খবর। পরে নির্যাতিতা বাড়িতে এসে বিষয়টি জানায়। অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনার তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বক্তব্য মেলেনি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে বারেবারে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। তার মধ্যে বাদ পড়েনি রাজ্যের সরকারি হাসপাতালগুলিও। তিলোত্তমার ঘটনার পর ফের একবার মেডিক্যাল কলেজে নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এসেছিল। পরবর্তীতে দুর্গাপুরের মেডিক্যাল কলেজে এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই আবহের মধ্যে আবারও একই ঘটনা।