
ক্যানিং: সাতকালেই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারিতে। বাড়িতে এক ছেলে থাকলেও ঘটনার পর থেকে আর তাঁর দেখা পাওয়া যায়নি। এবার ক্যানিংয়ে উদ্ধার হল এক কিশোরের গলার নলিকাটা ক্ষতবিক্ষত দেহ। ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতর উত্তরপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই আনারুল ঢালি (১৪) নামে ওই কিশোরের দেহ। সকালেই বিষয়টি আশপাশের গ্রামে জানাজানি হয়। তাতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
যে জায়গা থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই তার বাড়ি। সকালে এলাকার লোকজন মাঠের কাজে যাওয়ার সময় প্রথম দেহটি দেখতে পান। দেখা যায় গলার নলি কাটা, দেহেও নানা জায়গায় আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা খাতাকলমে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোরের এক নিকট আত্মীয়ের দাবি, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনারুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে খোঁজাখুঁজি করেও কোনও লাভ হয়নি। পরিবার-পরিজনদের দাবি, খুন করা হয়েছে আনারুলকে। অন্যদিকে পুলিশ অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। তা এলেই মৃত্যুর কারণে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা।