Municipal Elections 2022: ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, পুরভোটের আগে উত্তপ্ত সোনারপুর-রাজপুর পৌরসভা
Municipal Elections 2022: কোথাও সিপিআইএম, কোথাও বিজেপি, কোথাও আবার নির্দল প্রার্থীদের ব্যানার হোডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা: পুরভোটের আগে ফের উত্তপ্ত রাজপুর সোনারপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। বিরোধীদের ব্যানার ফেস্টুন হোডিং ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সোনারপুর রাজপুর পৌরসভার ৬,১৩,২৮,৩৫ সহ একাধিক ওয়ার্ডে অশান্তি ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
রাত পোহালেই রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ডে ভোট। তার আগে কোথাও সিপিআইএম, কোথাও বিজেপি, কোথাও আবার নির্দল প্রার্থীদের ব্যানার হোডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি রাতের অন্ধকারে হুমকি ও ভোটের পর দেখে নেওয়া হবে বলে একযোগে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা।
বিরোধীদের বক্তব্য, “তৃণমূল আমাদের ব্যানার, ফেস্টুন রাখতে দিচ্ছে না। হুমকি দিচ্ছে ভোটের সময় এজেন্ট ঢুকতে দেওয়া হবে না। বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। এইভাবে কীভাবে ভোট সম্ভব কে জানে!”
সিপিএম নেতৃত্বের অভিযোগ, “শাসকদলের কর্মীরা ব্যানার ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমাদের কর্মীদের শাসাচ্ছে। বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে ইট ছুড়েছে। আমার সঙ্গে যে ছেলেগুলো কাজ করত, তাদের প্রার্থীই হুমকি দিচ্ছেন।” আরও অভিযোগ, এলাকায় ২ হাজার লোক ঢোকানো হয়েছে। ছাপ্পা ভোট হবেই। প্রশাসনের কাছে আর্জি সেটাকে রুখতে হবে।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগম। সোনারপুর উত্তরের বিধায়কের বক্তব্য, “বিরোধীরা খবরে আসার জন্য এসব করছে। এখানে তৃণমূল কংগ্রেসের জয় হবে। কারোর নামে দোষারোপ না করলে সামনে আসা যাবে না। সে কারণে এসব করছে। অভিযোগ ভিত্তিহীন।”