প্রবল ঢেউয়ে টালমাটাল ট্রলার, মৃত্যু মৎস্যজীবী

Kakdwip: নামখানা থেকে এফবি কেশব নারায়ণ নামের একটি ট্রলারে চেপে মাছ ধরতে যাচ্ছিলেন মৎস্যজীবীরা। সেই সময় পথে দুর্যোগ শুরু হয়। তখনই লুথিয়ান দ্বীপের কাছে নোঙর করে পরিস্থিতি ঠিক করার অপেক্ষা করছিলেন মৎস্যজীবীরা।

প্রবল ঢেউয়ে টালমাটাল ট্রলার, মৃত্যু মৎস্যজীবী
কাকদ্বীপে উত্তাল ট্রলারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 14, 2025 | 1:22 PM

সুন্দরবন: লাগাতার বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গে। আর তার জেরে উত্তাল নদী। এবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে সুন্দরবনের লুথিয়ান দ্বীপের কাছে বঙ্গোপসাগরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় গেলেন এক মৎস্যজীবী।

পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে লুথিয়ান দ্বীপের কাছে বঙ্গোপসাগর থেকে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার করে। মৃতের নাম লক্ষ্মণ দাস (৩৫)। তিনি কাকদ্বীপের ফটিকপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

নামখানা থেকে এফবি কেশব নারায়ণ নামের একটি ট্রলারে চেপে মাছ ধরতে যাচ্ছিলেন মৎস্যজীবীরা। সেই সময় পথে দুর্যোগ শুরু হয়। তখনই লুথিয়ান দ্বীপের কাছে নোঙর করে পরিস্থিতি ঠিক করার অপেক্ষা করছিলেন মৎস্যজীবীরা। জানা গিয়েছে, বুধবার দুপুরে ট্রলারে থাকা মৎস্যজীবীদের রান্নার জন্য মাছ ধরতে নেমে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে গিয়েছিলেন লক্ষণ দাস। খবর পাওয়ার পর নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করে ভগবতপুর রেঞ্জের বনকর্মী এবং নামখানা থানার পুলিশ।

এ প্রসঙ্গে বাকি মৎস্যজীবীরা জানান, লাগাতার বৃষ্টির জেরে উত্তাল হয়েছিল সমুদ্র। সেই সময় বাকিরা নোঙর করলেও তিনি মাছ ধরতে যান। তারপর কখন তিনি নিখোঁজ হয়ে যান। এরপর আজ নিথর দেহ উদ্ধার হয়।