Gosaba: দুর্যোগের রাতে হঠাৎ অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, সুন্দরবনের অন্ধকার দ্বীপে ‘আলো’ দেখাল প্রশাসন

Abhigyan Naskar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 24, 2024 | 11:10 PM

Gosaba: বৃহস্পতিবার রাতে বাসন্তীর গোদখালীতে পৌঁছনোর ব্যবস্থা করা হয় তাঁকে। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সে করে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য।

Gosaba: দুর্যোগের রাতে হঠাৎ অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, সুন্দরবনের অন্ধকার দ্বীপে আলো দেখাল প্রশাসন

Follow Us

গোসাবা: দুর্যোগের রাত। উপকূলবর্তী অঞ্চলে থাকা মানুষজনের ঘুম উড়েছে ঝড়ের পূর্বাভাস পেয়েই। নিরাপদ আশ্রয়ে সবাইকে সরানো হলেও বিপদ কখন আসে, কেই বা বলতে পারে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। চারপাশ অন্ধকার, বইছে ঝোড়ো হাওয়া, চলছে অবিরাম বৃষ্টি। তার মধ্যেই প্রশাসনিক তৎপরতায় প্রাণ বাঁচানো হল এক রোগীর। রাতের অন্ধকারে গোসাবায় নদীপথে অসুস্থ রোগীকে পাঠানো হল কলকাতায়।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ‘দানা’ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার আগেই দুর্যোগের পরিস্থিতি বিস্তীর্ণ অঞ্চলে। এদিন আচমকাই গোসাবা ব্লকের চণ্ডীপুরের এক বাসিন্দা যুবক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁর সমস্ত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। কী করবেন, বুঝে উঠতে পারেন না তাঁর পরিবারের সদস্যরাও।

এই পরিস্থিতিতে তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় দ্রুততার সঙ্গে সুন্দরবনের দ্বীপাঞ্চল থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে বাসন্তীর গোদখালীতে পৌঁছনোর ব্যবস্থা করা হয় তাঁকে। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সে করে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য।

ঝড়ের আগে সব প্রস্তুতিই নেওয়া হয়েছে প্রশাসন। তবে এবারও সাগরদ্বীপ ও সংলগ্ন অঞ্চলে পাড় ভাঙতে শুরু করেছে। ফলে ঝড় এলে কী পরিস্থিতি হবে, তা নিয়ে দুশ্চিন্তা কিছু কম নেই। এর আগে সুন্দরবন অঞ্চল বিপর্যস্ত হয়েছে আয়লা, আমফানের মতো ঝড়ে।

 

Next Article