Sagarpara: BSF-এর রাস্তার উপরেই! ভাসানের কাছ থেকে যা মিল স্তম্ভিত পুলিশ

Sagarpara: এ দিকে, কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বারবার ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছে বাংলাদেশিরা। কখনও ভারতীয় সীমান্তে ঢুকে ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফ-কে বাধা দিচ্ছে বিজিবি।

Sagarpara: BSF-এর রাস্তার উপরেই! ভাসানের কাছ থেকে যা মিল স্তম্ভিত পুলিশ
সাগরপাড়ায় গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 17, 2025 | 6:43 PM

সাগরপাড়া: ভূমি রাজস্ব দফতর আগেই জমি দিয়েছিল। তা মেনে বিএসএফ-এর জন্য রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যেই বড় ঘটনা। বাংলাদেশ সীমান্তে বিএসএফের রাস্তা উপর থেকে চায়না লোগো আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। ঘটনাটি ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানা এলাকায়। ধৃতের নাম ভাসান মণ্ডল(২২)।

জানা গিয়েছে, সোমবার সাগরপাড়া থানার অন্তর্গত বিএসএফের রাস্তা পাথর পাড়া কালভার্টের কাছে ভাসান মণ্ডলকে আটক করে পুলিশ। তারপর আটক চলে। আর সেই তল্লাশিতে তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও ভর্তি একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপর ধৃতকে গ্রেফতার করে সাগর পাড়া থানার পুলিশ। আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে জেলা আদালতে তোলা হবে।

এ দিকে, কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বারবার ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছে বাংলাদেশিরা। কখনও ভারতীয় সীমান্তে ঢুকে ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফ-কে বাধা দিচ্ছে বিজিবি। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার সুন্দরবন সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে হোলি উৎসবে সামিল হতে আসেন বিএসএফ ডিজি দলজিৎ সিং চৌধুরি। শুক্রবার তিনি দক্ষিণবঙ্গ সীমান্তের সুন্দরবন এলাকাও পরিদর্শন করেন। বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন ডিজি।