Raidighi: ঝড়ে আম কুড়োতে গিয়েছিলেন, বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির

Raidighi: পুলিশ জানিয়েছে, মৃত জয়ন্ত মণ্ডল (৩৯)। তাঁর বাড়ি ভাঙা আবাদ এলাকার বাসিন্দা। আজ দুপুরে জমিতে ধান তোলার সময় আচমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই বাজ পড়ে।

Raidighi: ঝড়ে আম কুড়োতে গিয়েছিলেন, বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির
রায়দিঘিতে মর্মান্তিক ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 16, 2025 | 6:38 PM

রায়দিঘি: হঠাৎ করেই ঝড়-বৃষ্টি। আর তারপর বজ্রপাত। সেই বজ্রপাতের মৃত্যু এক ব্য়ক্তির। গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার ২৩ নম্বর লাট এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃত জয়ন্ত মণ্ডল (৩৯)। তাঁর বাড়ি ভাঙা আবাদ এলাকার বাসিন্দা। আজ দুপুরে জমিতে ধান তোলার সময় আচমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই বাজ পড়ে। তখনই গুরুতর জখম হন জয়ন্ত ও তার মহিলা আত্মীয়। সকলেই অচৈতন্য অবস্থায় মাঠে পড়েছিলেন। দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে রায়দিঘি হাসপাতালে নিয়ে যান। সেখানেই জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা সুজয় সিংহ বলেন, “ওর পাশের জমিতে কাজ করছিল। এবার ঝড় হচ্ছিল বলে আম কুড়োতে যায়। সেই সময় বজ্রপাত হয়। সেই বজ্রপাতের জেরেই আহত হন ওই দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় একজনের।”