
কুলপি: জমি সংক্রান্ত পুরনো বিবাদ। এক মহিলাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার রাজারামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে,নিহতের নাম লুৎফন্নেসা বিবি (৩৬)। ঘটনার পরেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত প্রতিবেশী যুবক সানোয়ার মোল্লা ও তার মা।
জানা গিয়েছে, লুৎফন্নেসা বিবির পরিবারের সঙ্গে প্রতিবেশী সানোয়ার মোল্লার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে টিউবওয়েল থেকে জল আনতে যাচ্ছিলেন। অভিযোগ পথেই আচমকা রাস্তায় শাবল দিয়ে লুৎফন্নেসা বিবির মাথায় আঘাত করে অভিযুক্ত যুবক সানোয়ার মোল্লা। এরপর এই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। সঙ্গে থাকা এক মহিলার চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়।
উল্লেখ্য, লুৎফন্নেসার স্বামী অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত যুবক সানোয়ার মোল্লা ও তাঁর মাকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে পুলিশ।