Canning Hospital: অমানবিকতার ছবি! মাথায় ব্যান্ডেজ নিয়ে ২ঘণ্টা হাসপাতালের বাইরেই পড়ে রইলেন মুমূর্ষ রোগী

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2023 | 12:07 PM

Canning Hospital: হাসপাতাল সূত্রে খবর, জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন যুবক অসীম শেখ। তাঁর বাড়ি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ রামধারী এলাকায়। মঙ্গলবার রাত ৭ নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারী শরীফ-বেতবেড়িয়া স্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত ডাউন ট্রেন থেকে পড়ে যান ওই যুবক।

Canning Hospital: অমানবিকতার ছবি! মাথায় ব্যান্ডেজ নিয়ে  ২ঘণ্টা হাসপাতালের বাইরেই পড়ে রইলেন মুমূর্ষ রোগী
হাসপাতাল চত্বরে পড়ে যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

ক্যানিং: ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে অমানবিক নির্দশন দেখলেন সাধারণ মানুষ। মানসিক ভারসাম্যহীন দুর্ঘটনাগ্রস্ত এক রোগী পড়ে থাকলেন হাসপাতালের বাইরে। দীর্ঘ দু’ঘণ্টা বিনা চিকিৎসা পরিষেবা না পেয়ে পড়ে থাকলেন তিনি। পরে সংবাদ মাধ্যমের কাছ থেকে তা জানতে পেরে চিকিৎসা শুরু করল হাসপাতাল।

হাসপাতাল সূত্রে খবর, জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন যুবকের নাম অসীম শেখ। তাঁর বাড়ি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ রামধারী এলাকায়। মঙ্গলবার রাত ৭ নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারী শরীফ-বেতবেড়িয়া স্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত ডাউন ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় সেখানেই পড়ে থাকেন। ঘটনার খবর পেয়ে রেলপুলিশ ওই যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য প্রথমে ঘুটিয়ারী শরিফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

এরপর রেলপুলিশ ওই যুবককে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযোগ, ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালীন রেলপুলিশ চলে যায়। এরপর ওই যুবক হাসপাতালের বাইরে মাথায় ব্যান্ডেজ অবস্থায় হাসপাতালের বেডের বদলে প্রায় দু’ঘণ্টা বাইরে পড়ে থাকেন। এমন ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে রাতে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের মারফত খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করিয়ে শুরু হয় চিকিৎসা। রাত প্রায় ১২ নাগাদ ওই যুবকের বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Next Article