AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election Result 2023: পুকুরে ভাসছে একের পর এক মরা রুই-কাতলা, বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Panchayat Election Result 2023: সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। শনিবার সকাল দশটা নাগাদ তিনি দেখেন তাঁর বাড়ির পুকুরের রুই, কাতলা সহ একাধিক মাছ মরে ভেসে উঠেছে।

Panchayat Election Result 2023: পুকুরে ভাসছে একের পর এক মরা রুই-কাতলা, বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই পুকুরেই মারা গিয়েছে একের পর এক মাছImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 10:33 AM
Share

সাগর: একের পর এক পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগরে।বিজেপি ওই প্রার্থী শনিবার সকালে দেখেন যে তাঁর পুকুরে একের পর এক মাছ মরে ভেসে রয়েছে। ওই বিজেপি প্রার্থীর অনুমান তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।

সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। শনিবার সকাল দশটা নাগাদ তিনি দেখেন তাঁর বাড়ির পুকুরের রুই, কাতলা সহ একাধিক মাছ মরে ভেসে উঠেছে। তাঁদের দাবি প্রায় পাঁচ কুইন্ট্যাল মাছ মরে গিয়েছে। নিতুশ্রীদেবীর স্বামী ও শাশুড়ির দাবি, ভোটে দাঁড়ানোর পর পর থেকেই তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। তারাই রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র। অভিযোগ অস্বীকার করে বলেছেন, “বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তারজন্য তৃণূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে এই খবর পেয়েছি। আমাদেরও বুথ সভাপতির পুকুরের মাছ নষ্ট হয়েছে। তখন কিন্তু আমরা ভিত্তিহীন অভিযোগ করিনি।” এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।