Panchayat Election Result 2023: ভোটের হিংসায় প্রাণ গেল আরও ১ জনের, এবার রায়দিঘিতে খুন তৃণমূল কর্মী

Panchayat Election Result 2023: বিজেপি-তৃণমূল সংঘর্ষের জের। তৃণমূল এক নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ।

Panchayat Election Result 2023: ভোটের হিংসায় প্রাণ গেল আরও ১ জনের, এবার রায়দিঘিতে খুন তৃণমূল কর্মী
মৃত তৃণমূল কর্মীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 12, 2023 | 12:17 PM

রায়দিঘি: পঞ্চায়েত ভোটের ফল এখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে রক্ত ঝরছে বিভিন্ন জেলা থেকে। এবার রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। সেখানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। তৃণমূল এক নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পড়ে রয়েছে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ। গোটা ঘটনা বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল।

ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার (৩৫)। অভিযোগ, স্থানীয় বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। এরপর থেকেই শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে চরম সংঘর্ষ বাধে। শুরু হয় অশান্তি।

তৃণমূলের অভিযোগ, সেই অশান্তির জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লববাবুকে কুপিয়ে খুন করেছে। কারণ এই বুথে বিজেপি জিতলেও তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলেন বিপ্লব। তিনি বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছিলেন। সেই কারণেই খুন করা হয়েছে বলে দাবি। এ দিন, সকালে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। যদিও, খুনের ঘটনা অস্বীকার করেছে গেরুয়া শিবির। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করেছে।