Panchayat Elections 2023: ছেলের সামনেই বিজেপি প্রার্থী বাবাকে লাগাতার মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে অগ্নিমিত্রা

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 20, 2023 | 3:55 PM

Panchayat Elections 2023: ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। সেখানে স্থানীয় ২৬৫ নম্বর বুথে এবার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন গোপাল পাইক।

Panchayat Elections 2023: ছেলের সামনেই বিজেপি প্রার্থী বাবাকে লাগাতার মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে অগ্নিমিত্রা
আহত প্রার্থীকে দেখতে হাসপাতালে অগ্নিমিত্রা (নিজস্ব চিত্র)

Follow Us

কুলতলি: ফের মনোনয়ন প্রত্যাহার ঘিরে উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীকে (BJP) মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে আক্রান্ত প্রার্থীকে দেখতে এলাকায় পৌঁছলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। সেখানে স্থানীয় ২৬৫ নম্বর বুথে এবার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন গোপাল পাইক। আজ (২০ জন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। অভিযোগ, তার আগেই তৃণমূলের বাইক বাহিনী গোপাল পাইকের বাড়িতে যায়। পরিবারের সকলের সামনেই মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেয় বলে খবর। সেই হুমকিতে রাজি না হওয়ায় ছেলের সামনেই বাবাকে মারধরের অভিযোগ ওঠে। এমনকী তাঁর ছেলে শ্যামাপদকে তুলে নেওয়ার চেষ্টা চলে।

গুরুতর জখম অবস্থায় শ্যামাপদবাবুকে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা এই ঘটনায় মৈপীঠ উপকূল থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। কুলতুলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান জানান, বিষয়টি পারিবারিক। বাবা ও ছেলের দ্বন্দ্বের কারণে এই ঘটনা। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। তিনি বলেন, “এই প্রথম কুলতুলিতে উৎসবের মেজাজে ভোট হচ্ছে।”

খবর পেয়ে আক্রান্ত ওই বিজেপি প্রার্থীকে হাসপাতালে দেখতে আসেন বিজেপির মহিলা নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।

 

Next Article